IPL Auction: ‘আমি পুরানো নটরাজন হয়েই ফিরতে চাই;’ নিলামের আগে ভারতীয় ফাস্ট বোলারের স্বীকারোক্তি
চোটের কারণে গত মরশুমে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল ২০২২) থেকে বাদ পড়েছিলেন। ভারতীয় পেসার টি নটরাজন আসন্ন মেগা নিলামে নিজের নাম রেজিস্টার করিয়েছেন। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন ৩০ বছর বয়সী এই পেসার। তবে ১৫তম আইপিএল-এ তার ফ্র্যাঞ্চাইজি তাকে স্কোয়াড ধরে রাখেনি। অর্থাৎ, এখন নটরাজন ১২ ও ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত মেগা নিলামের অংশ হবেন। নিলামে নটরাজনের বেস প্রাইস এক কোটি টাকা।
নিলামের আগে নটরাজন বলেন, ‘আমি এটা (নিলাম) নিয়ে খুব একটা ভাবছি না। আইপিএল নিয়ে কথা হচ্ছে, আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ একটি বড় বছর – কিন্তু আমি শুধু আমার শক্তির উপর ফোকাস করতে চাই এবং কঠোর পরিশ্রম করতে চাই। আমি সেটা করলে বাকি সব ঠিক হয়ে যাবে। আমি দীর্ঘ বিরতির পরে ফিরে আসছি, তাই আমি যদি বলি যে আমি নার্ভাস নই, তাহলে আমি মিথ্যা বলব।’
তিনি বলেন, ‘আমি এর আগে আইপিএল-এ এবং ভারতের হয়ে ভালো করেছি। তাই মানুষ আমার কাছ থেকে শক্তিশালী পারফরম্যান্স আশা করে। এক বা দুটি ম্যাচ খেলার পর আমি আমার ছন্দ ফিরে পাব। তখন আমি আমার পরিকল্পনা নিয়ে আরও পরিষ্কার হব। এখন আমি সতেজ বোধ করছি। এই মুহূর্তে আমি সেটাই করতে চাই, যা অতীতে আমি করেছি। এখন আমি আমার ইয়র্কার এবং কাটারগুলিতে ফোকাস করব। আমি পুরানো নটরাজনের মতো ফিরে আসতে চাই।’
নটরাজন ২০১৮ সালে আইপিএল-এ অন্তর্ভুক্ত হয়েছিলেন। তারপর থেকে বাঁহাতি পেসারকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। T20 লিগে তার দুর্দান্ত পারফরম্যান্সের পরে এই বোলার ২০২১ সালের অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতীয় দলে জায়গা করে নিয়েছিলেন। কিন্তু অস্ট্রেলিয়া থেকে ফেরার পরে এই বোলারকে চোট এবং কোভিডের সঙ্গে মোকাবেলা করতে হয়েছে। সেই কারণেই তিনি গত আইপিএল মরশুমে খেলতে পারেননি।
For all the latest Sports News Click Here