IPL 22: ২০ রানের কমে ৩ উইকেট হারিয়ে রান তাড়া করে জয়ের নজির টাইটানসদের
শুভব্রত মুখার্জি: ম্যাচ জিততে তিন ওভারে দরকার ৪৮ রান। এমন আবহে দাঁড়িয়ে রবিবাসরীয় রাতে কার্যত অসম্ভবকে সম্ভব করে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচ জেতে গুজরাট টাইটানস দল। কুঁচকির চোটের কারণে গুজরাট দলের নিয়মিত অধিনায়ক হার্দিক পান্ডিয়া খেলতে না পারলেও রশিদ খানের নেতৃত্বে এক অসাধারণ জয় ছিনিয়ে নেয় তারা। আর সেই জয়ের মধ্যে দিয়েই তারা আইপিএলের ইতিহাসে এক বিরল নজিরের তালিকায় নিজেদের নাম নথিভুক্ত করল গুজরাট টাইটানস দল। রান তাড়া করতে গিয়ে ২০ রানের মধ্যে তিন উইকেট হারিয়েও জয়ের লক্ষ্যে পৌঁছতে তারা দ্বিতীয় সর্বাধিক রান তাড়া করে জয় নিশ্চিত করল।
১৭০ রান তাড়া করে গুজরাটের এই জয় এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। প্রথম স্থানে রয়েছে ২০১২ সালের মুম্বই ইন্ডিয়ান্স বনাম রয়্যাল চ্যালেজ্ঞার্স ব্যাঙ্গালোর ম্যাচ। সেই ম্যাচে ৫ উইকেট হারিয়ে ১৭৩ রান করে ম্যাচ জিতেছিল মুম্বই দল। রবিবার চেন্নাই সুপার কিংস দলের বিরুদ্ধে ৭ উইকেট হারিয়ে কাঙ্ক্ষিত ১৭০ রানের লক্ষ্যমাত্রায় পৌঁছে গেলেন রশিদ খানরা।
প্রসঙ্গত চেন্নাই সুপার কিংস দল প্রথমে ব্যাট করে ১৬৯ রান করতে সমর্থ হয়। মূলত রুতুরাজ গায়রকোয়াড়ের অর্ধশতরানের ইনিংস চেন্নাইকে এই লক্ষ্যে পৌঁছে দেয়। জবাবে ব্যাট করতে নেমে অত্যন্ত খারাপ শুরু হয় গুজরাটের ইনিংস। ২০ রানের মধ্যেই পরে যায় তিন উইকেট। শুভমন গিল, অনুজ রাওয়াত, ঋদ্ধিমান সাহারা ব্যাট হাতে ব্যর্থ হন। গুজরাটের হয়ে ৯৪ রানের এক অবিশ্বাস্য ইনিংস খেলেন প্রোটিয়া ব্যাটার ডেভিড মিলার। রবিবার গুজরাট দলকে নেতৃত্ব দেওয়া রশিদ খান তাকে যোগ্য সঙ্গত দিয়ে ৪০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। ক্রিস জর্ডনের এক ওভারে ২৫ রান নিয়ে দলের হয়ে এক অনবদ্য জয় তারা ছিনিয়ে নিতে সক্ষম হয়।
For all the latest Sports News Click Here