IPL 22: ১৪ বছরের খরা কি কাটবে পঞ্জাবের! একনজরে কিংসদের শক্তি, দুর্বলতা
শুভব্রত মুখার্জি: নাম বদলেছে, জার্সি বদলেছে, বদলে গেছে একাধিক ক্রিকেটার তবে যা বদলায়নি তা হল আইপিএলের শিরোপা জয়ে পঞ্জাব কিংস দলের ভাগ্য। ১৪ মরশুমে একবারও শিরোপা জিততে পারেনি তারা। আসন্ন মরশুমে এই ইতিহাস স্বাভাবিকভাবেই বদলে দিতে চাইবে প্রশিক্ষক অনিল কুম্বলের ছেলেরা। নতুন এবং অবশ্যই তরুণ অধিনায়ক ময়াঙ্ক আগরওয়ালের নেতৃত্বে ইতিহাস বদলে দিতে বদ্ধপরিকর তারা। উল্লেখ্য পঞ্জাব ময়াঙ্ক এবং আর্শদীপকে রিটেন করেছিল এবং নিলাম থেকে তারা ২৩ ক্রিকেটারকে কিনে দল গঠন করেছে। একনজরে দেখে নিন পঞ্জাবের শক্তি, দুবর্লতা, সমস্যার জায়গাগুলো।
১) শক্তি :
দলের অভিজ্ঞ ব্যাটার শিখর ধাওয়ান এবং অভিজ্ঞ পেসার কাগিসো রাবাডার উপস্থিতি স্বাভাবিকভাবেই দলের সবথেকে বড় শক্তির জায়গা। রাবাডা এবং ধাওয়ান দু’জনেরই আইপিএলে পারফরম্যান্স খুব ভাল। এছাড়াও জনি বেয়ারস্টো, ওডিওন স্মিথ, লিয়াম লিভিংস্টোনদের উপর ভাল কিছু করার বিষয়ে ভরসা রাখবে ফ্রাঞ্চাইজি।
২) দুর্বলতা :
ম্যাচ উইনারের অভাব সবথেকে বেশি সমস্যায় ফেলতে পারে পঞ্জাবকে। ২৫ জন ক্রিকেটারকে নিয়ে স্কোয়াড গড়লেও স্কোয়াডে ম্যাচ উইনারের অভাব রয়েছে বলে মত বিশেষজ্ঞদের। প্রেরক মানকাড, বৈভব অরোরা, ঋত্বিক চ্যাটার্জিদের সুযোগ দিলেও আইপিএলের মত বড় স্টেজ এবং অগনিত দর্শকের সামনে খেলার চাপ তারা সামলাতে পারবেন কিনা সেই বিষয়ে প্রশ্ন থেকেই যায়।
৩) সুযোগ :
দলের ‘এক্স’ ফ্যাক্টর হয়ে উঠতে পারেন শাহরুখ খান এবং ১১ কোটিরও বেশি টাকা খরচ করে দলে নেওয়া লিয়াম লিভিংস্টোন। এই দুই ব্যাটার অসম্ভব আক্রমণাত্মক মেজাজে ক্রিকেটটা খেলেন। নিজেদের দিনে এই দুই ব্যাটার খুনে মেজাজে থাকলে বিপক্ষ বোলারদের কপালে দুঃখ রয়েছে।
৪) সমস্যা :
ফ্রাঞ্চাইজির শিরোপা জিততে না পারার ব্যর্থতার ইতিহাস তাদের সবথেকে বড় সমস্যার কারণ হতে পারে। শিরোপা জয়ের বাড়তি তাগিদ চাপ বাড়াতে পারে দলের ক্রিকেটারদের উপর। ময়াঙ্ক, আর্শদীপ, সন্দীপ শর্মা, শাহরুখ খান বাদে আর সকলেই ফ্রাঞ্চাইজিতে নতুন। ফলে প্রথম প্রথম মানিয়ে নিতেও সময় লাগতে পারে।
∆ একনজরে পঞ্জাব কিংসের স্কোয়াড :
১) ময়াঙ্ক আগরওয়াল
২) অর্শদীপ সিং
৩) কাগিসো রাবাদা
৪) শিখর ধাওয়ান
৫) রাহুল চাহার
৬) শাহরুখ খান
৭) হরপ্রীত ব্রার
৮) প্রবসিমরন সিং
৯) জিতেশ শর্মাকে
১০) ইশান পোড়েল
১১) জনি বেয়ারস্টো
১২) লিয়াম লিভিংস্টোন
১৩) ওডিন স্মিথ
১৪) সন্দীপ শর্মা
১৫) রাজ বাওয়া
১৬) ঋষি ধাওয়ান
১৭) প্রেরক মানকড়
১৮) বৈভব আরোরা
১৯) ঋত্ত্বিক চট্টোপাধ্যায়
২০) বলতেজ ঢান্ধা
২১) অংশ প্যাটেল
২২) ন্যাথন এলিস
২৩) অথর্ব টাইডে
২৪) ভানুকা রাজাপক্ষে
২৫) বেনি হাওয়েল
For all the latest Sports News Click Here