IPL 22: ফাইনালের সাক্ষী থাকতে ১ লক্ষের বেশি দর্শকের সমাগম
শুভব্রত মুখার্জি: দর্শক আসনের বিচারে ক্রিকেট বিশ্বের সর্ববৃহৎ স্টেডিয়ামে বসছে আইপিএলের ১৫তম মরশুমের ফাইনালের আসর। গুজরাটের আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রথমবার অনুষ্ঠিত হচ্ছে আইপিএলের ফাইনাল। যে ফাইনাল ঘিরে উৎসাহ উন্মাদনা এমনিতেই ছিল তুঙ্গে। তার উপর ১,২০,০০০ দর্শক আসন বিশিষ্ট এই স্টেডিয়ামের কানায় কানায় পূর্ণ হওয়া মাঠের পরিবেশকে এক আলাদা উচ্চতায় নিয়ে গিয়েছে। রাজস্থান রয়্যালসের ব্যাটিং চলাকালীন এসে গিয়েছে ফাইনালে অফিসিয়াল দর্শক উপস্থিতির পরিসংখ্যানও। যাতে দেখা যাচ্ছে অফিসিয়ালি উপস্থিত রয়েছেন ১,০৪,৮৫৯ জন দর্শক। যা আইপিএলের ফাইনালের ইতিহাসে নিঃসন্দেহে এক নয়া নজির এবং নজিরবিহীন ঘটনা তো অবশ্যই।
এদিন ফাইনাল শুরুর আগেই ছিল সমাপ্তি অনুষ্ঠান। যে অনুষ্ঠানে পারফর্ম করতে দেখি গিয়েছে এ আর রহমান, রণবীর সিংদের। এই অনুষ্ঠানে রহমানের গলায় শোনা গিয়েছে ‘জয় হো’, ‘রঙ্গ দে বাসন্তীর’ মতন কালজয়ী সমস্ত কম্পোজিশন। তবে এই অনুষ্ঠানের সবথেকে বড় হাইলাইটস মনে হয় ছিল রহমানের ‘বন্দেমাতরম’ গানের পারফরম্যান্স। যেখানে গলা মেলান স্টেডিয়ামে উপস্থিত লক্ষাধিক দর্শক। যার ফলে স্টেডিয়ামের মধ্যে তৈরি হয় আলাদা একটা পরিবেশ। যা ভাষায় বর্ণনা করা সত্যিই বেশ দুরূহ ব্যাপার।
রহমানের এই পারফরম্যান্সের আগেই রণবীর সিং তার ডান্স পারফরম্যান্সে মাতান গোটা স্টেডিয়ামকে। অনুষ্ঠানের সূচনা হয় প্রাক্তন ভারতীয় হেড কোচ রবি শাস্ত্রীর এক বিরাট ঘোষণার মধ্যে দিয়ে। যেখানে তিনি জানিয়ে দেন ভারতীয় বোর্ড গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে তাদের নাম লিখিয়েছে বিশ্বের সবথেকে বড় জার্সি মাঠের মাঝে উপস্থিত করার মধ্যে দিয়ে। ফাইনালে ইতিমধ্যেই প্রথম ইনিংসে রাজস্থানের ব্যাটিং শেষ হয়ে গিয়েছে। বাটলাররা তাদের নির্ধারিত ২০ ওভারে মাত্র ১৩০ রান করতে সমর্থ হয়েছে। জেতার জন্য গুজরাটের প্রয়োজন ১৩১ রান।
For all the latest Sports News Click Here