IPL 22: দিল্লি দলের পরিবেশ, উইকেটের পিছনে পন্তের উৎসাহ ‘এনজয়’ করছেন কুলদীপ
শুভব্রত মুখার্জি: জাতীয় দল হোক কিংবা তার প্রাক্তন ফ্রাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স দলের সমস্ত অবমাননা, গঞ্জনার জবাব যেন ২২ গজে নেমে চলতি আইপিএলে সুদে আসলে বুঝিয়ে দিচ্ছেন চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব। রবিবার কেকেআরের বিরুদ্ধে ম্যাচে দিল্লির হয়ে অসাধারণ বোলিং করেছেন কুলদীপ। কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ারকে প্যাভিলিয়নে ফেরানোর পর মাঠেই তার উচ্ছ্বাস, তার বডি ল্যাঙ্গুয়েজ বলে দিচ্ছিল এই ম্যাচের প্রতিটা বল যেন তার অবমাননার এক একটা জবাব। ম্যাচ শেষে বিষয়টি নিয়ে বলতে গিয়ে কুলদীপ যাদবের অকপট স্বীকারোক্তি দিল্লি ক্যাপিটালস দলের পরিবেশ এবং উইকেটের পিছন থেকে পন্তের উৎসাহ তিনি ‘এনজয়’ করছেন।
প্রসঙ্গত কেকেআরে থাকাকালীন কুলদীপ যাদব তার খারাপ সময় চলাকালীন সেই সাপোর্টটাই পাননি। তবে দিল্লি ক্যাপিটালসের টিম ম্যানেজমেন্টের ক্ষেত্রে যে সেই সমস্যা হচ্ছে না তা জানানতে ভোলেননি কুলদীপ। দলের পরিবেশও চমৎকার। উইকেটের পিছন থেকে পন্তের উৎসাহ সবসময় অনুপ্রেরণা জোগায়। এই মুহূর্তে ১০টি উইকেট নিয়ে চলতি আইপিএলের অরেঞ্জ ক্যাপ হোল্ডার তিনিই। গত মরশুমের আইপিএলে তিনি খেলতে পারেননি তার হাঁটুর চোটের কারণে।
রবিবার কেকেআর ম্যাচের পর দিল্লির দলনায়ক পন্ত, কুলদীপের যথাযথ সুযোগ না পাওয়া সরব হয়েছিলেন। তিনি চলতি মরশুমে কুলদীপকে যথাযথ সুযোগ দেওয়ার কথাও বলেছিলেন। ম্যাচের পরবর্তীতে কুলদীপ বিষয়টি নিয়ে বলতে গিয়ে জানিয়েছেন ‘আমি এখানকার পরিবেশ খুব এনজয় করছি। দলের সবাই আমাকে খুব ভাল সমর্থন করছে। ঋষভও আমাকে খুব ভাল গাইড করছে। স্ট্যাম্পের পিছন থেকেও সবসময় আমাকে উৎসাহ দেয়।’
For all the latest Sports News Click Here