IPL 22: টিকিটিং পার্টনারের দাবি দর্শক সংখ্যা বেড়ে হবে ৫০ শতাংশ
শুভব্রত মুখার্জি: কোভিড আবহে নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যেই বলা ভাল বায়ো বাবলের সুরক্ষা বলয়ের মধ্যেই আয়োজন করা হচ্ছে আইপিএলের ১৫তম মরশুমের। গতবারের আইপিএলের ভুল থেকে শিক্ষা নিয়ে এবারে নিরাপত্তার বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে বিসিসিআই। সেই কথা মাথায় রেখে চলতি মরশুমের প্রথম দিকের ম্যাচগুলোতে স্টেডিয়ামে দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হলেও সীমিত ছিল তাদের প্রবেশাধিকার। তবে এবার আইপিএলের অফিসিয়াল টিকিটিং পার্টনার বুক মাই শো’র দাবি কয়েকদিনের মধ্যেই দর্শক সংখ্যা বেড়ে ৫০ শতাংশ হয়ে যাবে।
এপ্রিল মাসের ৬ তারিখ থেকেই মাঠে দর্শক সংখ্যা বৃদ্ধি পাবে। এবারের আইপিএলের গ্রুপ পর্যায়ের সবকটি ম্যাচ হয় মুম্বই না হয় পুনেতে খেলা হবে। ফলে মহারাষ্ট্র সরকার আগেই ঘোষণা করেছিল চারটি ভেন্যু : ওয়াংখেড়ে, ডিওয়াই পাটিল, ব্রেবোর্ন স্টেডিয়াম এবং মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে পুনেতে ২৫ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হবে। যা ইতিমধ্যেই বদল হতে চলেছে।
বুক মাই শো’র তরফে এক মিডিয়া স্টেটমেন্টে বলা হয়েছে ‘পরবর্তী ম্যাচগুলোর জন্য টিকিট বিক্রি অনলাইনে শুরু হয়েছে। স্টেডিয়ামে দর্শক প্রবেশের বিষয়ে বিসিসিআইয়ের তরফে ৫০ শতাংশ দর্শকের উপস্থিতির কথা জানানো হয়েছে। যা আগে ২৫ শতাংশে সীমাবদ্ধ ছিল। এর ফলে ভারত এবং ভারতবর্ষের বাইরে আরও বেশি করে দর্শকদের সুযোগ হবে স্টেডিয়ামে বসে আইপিএলের লাইভ ম্যাচ উপভোগ করার।’ উল্লেখ্য মহারাষ্ট্র সরকারের তরফে আপাতত কোভিড সংক্রান্ত বিধিনিষেধ অনেকটাই শিথিল করা হয়েছে।
For all the latest Sports News Click Here