IPL 22: জেনে নিন রিঙ্কু সিংকে কেন ‘ট্রিট’ দিতে চান রাসেল
শুভব্রত মুখার্জি: চলতি আইপিএলে কলকাতা নাইট রাইডার্স দলের পারফরম্যান্স খুব একটা ভাল যাচ্ছে না বললেই চলে। পরপর বেশ কয়েকটি ম্যাচে তাদের হারের সম্মুখীন হতে হয়েছে। ফলে প্লে অফের লড়াইয়ে তারা কিছুটা হলেও পিছিয়ে পড়েছে। শনিবাসরীয় সন্ধ্যায় গুজরাট টাইটানস দলের বিরুদ্ধে লড়াই করেও হারতে হয়েছে কেকেআর দলকে। ম্যাচে প্রথমে ব্যাটিং করে গুজরাট দল। তাদের শেষ ওভারে চারটি উইকেট নেন ক্যারিবিয়ান তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল। তার এই চার উইকেটের মধ্যে তিনটি ক্ষেত্রেই ক্যাচ ধরেন রিঙ্কু সিং। ফলে রিঙ্কু সিংকে ডিনারের ট্রিট দিতে চান আন্দ্রে রাসেল।
ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে এদিন গুজরাট টাইটানস দল প্রথমে ব্যাট করে ১৫৭ রান তুলতে সমর্থ হয়। গুজরাটের ইনিংসের শেষ ওভারটি বল করেন রাসেল। যেটি আবার ম্যাচে রাসেলের প্রথম ওভার ছিল। সেই ওভারে পাচ রান দিয়ে চার উইকেট নেন রাসেল। রিঙ্কু এদিন শেষ ওভারে একের পর এক ক্যাচ নিরাপদে ধরেন। ম্যাচের বিরতির সময় সেই বিষয়টি নিয়ে বলতে গিয়ে রাসেল মজার ছলে জানান ক্যাচগুলো ধরার জন্য তার কাছ থেকে রিঙ্কুর ‘ট্রিট’ প্রাপ্য।
ম্যাচের বিরতিতে রাসেল বলেন ‘রিঙ্কুর আমার কাছে একটি ডিনার প্রাপ্য। কারণ ও পানীয় পান করে না। আমিও যা চাইবে ওকে সেটা দেব (হাসি)। প্রায় এক ঘটনা ঘটেছিল পরের বছর। আমি মুম্বইয়ের বিরুদ্ধে দুই ওভারে পাচ উইকেট নিয়েছিলাম। আমি উইকেট নেওয়ার কথা ভাবিওনি। আমি ওদেরকে ১৬০ রানের নীচে আটকে রাখার ভাবনা ভেবেছিলাম।’
For all the latest Sports News Click Here