IPL 22: জীবনে ভগবানের মতো প্রবেশ করেছিল রায়না: কার্তিক ত্যাগী
শুভব্রত মুখার্জি: দীর্ঘ ১৪ বছর টানা আইপিএলে খেলার পরে ১৫তম মরশুমে প্রথমবার আইপিএলে কোনও দল পাননি ভারতের বিশ্বকাপ জয়ী অলরাউন্ডার সুরেশ রায়না। তবে চলতি আইপিএলে না থাকলে আইপিএলের অন্যতম তারকা ক্রিকেটার কীভাবে বদলে দিয়েছিলেন সানরাইজার্স হায়দরাবাদ দলের তরুণ পেসার কার্তিক ত্যাগীর ক্যারিয়ার তা জানিয়েছেন তিনি। কার্তিক জানিয়েছেন তার জীবনে ভগবানের মতো এসেছিলেন। যার স্পর্শে বদলে গিয়েছে তার ক্যারিয়ার।
২১ বছর বয়সি উত্তরপ্রদেশের এই পেসার এখন পর্যন্ত এই মরশুমে একটি ম্যাচ ও খেলেননি। গত মরশুমে রাজস্থান রয়্যালসের হয়ে তিনি দুরন্ত পারফরম্যান্স করেছিলেন। সানরাইজার্স হায়দরাবাদই তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে একটি ভিডিয়ো প্রকাশ করেছে। সেখানে বিশদে তার ক্রিকেটীয় ক্যারিয়ার নিয়ে আলোচনার সময়তেই তার ক্যারিয়ারে রায়নার ভূমিকার কথি তুলে ধরেছেন কার্তিক ত্যাগী।
কার্তিক বলেছেন ‘আমি দলের সঙ্গেই ছিলাম যখন সুরেশ রায়না আসেন। উনি আমাকে দেখেন। উনি সেই সময়তে বাড়ি ফিরছিলেন। তবে ফিরে আসেন। আমাকে নেটে বল করতে বলেন। কিছুক্ষণ বল করার পরে উনি আমার বোলিংয়ে দেখে খুশি হন। তারপরে আমাকে উনি বলেন সামনে অনেক টুর্নামেন্টে তিনি আমার সঙ্গে খেলবেন। যেভাবে আমাকে প্রশংসা করেছিলেন আমি নিজেই বিস্মিত হয়ে যায়। আমা খুব খুশি হয়েছিলাম যখন উনি বলেছিলেন আমার সঙ্গে খেলতে উনি মুখিয়ে। সেখান থেকেই আমার রঞ্জির ক্যারিয়ার শুরু হয়। তারপরেই আমি অনুর্ধ্ব-১৯ দলেও সুযোগ পাই। সুরেশ রায়না আমার জীবনে ভগবানের মতন প্রবেশ করেন। রঞ্জিতে সুযোগ পাওয়ার পরেই আমি জনমানসে পরিচিতি পাই।’
For all the latest Sports News Click Here