IPL 22: জয়ের লক্ষ্যমাত্রা বড় ছিল না, আমরা আরও ভাল ব্যাট করতে পারতাম: ঋষভ পন্ত
শুভব্রত মুখার্জি: শনিবাসরীয় রাতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর আইপিএলের চলতি মরশুমে অভিষেক হওয়া ফ্রাঞ্চাইজি গুজরাট টাইটানস দলের কাছে মাত্র ১৪ রানে হারতে হয়েছে দিল্লি ক্যাপিটালস দলকে। ম্যাচে রান তাড়া করার সময় বড় পার্টনারশিপ গড়তে পারলে ম্যাচটা তারা জিততে পারতেন বলে মনে করেন দিল্লির দলনায়ক ঋষভ পন্ত। বড় পার্টনারশিপ না গড়তে পারার হতাশা ধরা দেয় তার গলাতে। তার মতে আরও একটু ভাল ব্যাট তার দলের ব্যাটাররা করতেই পারতেন আর তা হলে ম্যাচটা দিল্লিই জিতত।
হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন গুজরাট টাইটানস দল প্রথমে ব্যাট করে ১৭১ রান তুলতে সমর্থ হয়। ৪৬ বলে ৮৪ রানের একটি অনবদ্য ইনিংস খেলেন শুভমন গিল। হার্দিক পান্ডিয়া ২৭ বলে ৩১ রান করেন। ১৭২ রানের জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে দিল্লি দল লকি ফার্গুসনের বোলিং সামলাতে হিমশিম খায়। লকি ফার্গুসন তিনজন দিল্লির ব্যাটারকে পাওয়ারপ্লের মধ্যেই প্যাভিলিয়নে ফেরান। সাময়িক বিরতির পর পরেই টাইটানস বোলাররা উইকেট নিতে থাকায় লক্ষ্যের ১৪ রান আগেই থেমে যায় দিল্লির ইনিংস। ফলে ২টি ম্যাচ খেলে দুটিতেই জয় পেল আইপিএলে অভিষেককারী ফ্রাঞ্চাইজি গুজরাট টাইটানস।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পন্ত বলেন ‘উইকেটের কথা মাথায় রেখে বলতে পারি এই রানটা এমন কিছু বড় রান ছিল না। আমরা আরও একটু ভাল ব্যাট করতে পারতাম। বিশেষ করে মাঝের ওভারগুলোতে। কারণ পাওয়ারপ্লেতে আমরা দুটি উইকেট হারিয়েছিলাম। মিডল ওভারেও আমরা তিনটি উইকেট হারাই। আমি মনে করি এরকম হলে যে কোনও ম্যাচেই কামব্যাক করাটা অনেকটা কঠিন হয়ে যায়। এতগুলো উইকেট হারালে সমস্যা বাড়ে। আমি মনে করি এই বিষয়টি মাথায় রেখে আমাদেরকে আরও বেশি করে খাটতে হবে।’ উল্লেখ্য ম্যাচে দিল্লির হয়ে চতুর্থ উইকেটে পন্ত এবং ললিত যাদবের ৬১ রানের পার্টনারশিপ ছিল তাদের ইনিংসের সবথেকে বড় পার্টনারশিপ।
For all the latest Sports News Click Here