IPL 22: ক্লোজ ম্যাচ জেতা দলের আত্মবিশ্বাস বাড়াবে : কুইন্টন ডি’কক
শুভব্রত মুখার্জি: চলতি আইপিএলে অভিষেক হয়েছে লখনউ সুপার জায়ান্টস দলের। কেএল রাহুলের নেতৃত্বাধীন লখনউ ইতিমধ্যেই দু’টি ম্যাচ খেলে ফেলেছে। প্রথম ম্যাচে তারা অপর অভিষেককারী দল গুজরাট টাইটানস দলের কাছে হারলেও দ্বিতীয় ম্যাচে চারবারের চ্যাম্পিয়ন দল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে এক রুদ্ধশ্বাস জয় তুলে নিয়েছে তারা। তাদের এই জয়ের অন্যতম নায়ক কুইন্টন ডি’কক। তিনি মনে করেন এই ধরণের ম্যাচ জয় দলের আত্মবিশ্বাস অনেকটাই বাড়াতে সাহায্য করবে।
প্রসঙ্গত কেএল রাহুলের নেতৃত্বাধীন লখনউ সুপার জায়ান্টস দল ৬ উইকেটে জয় পেয়েছে সিএসকে দল। ডিকক দলের এক অনবদ্য জয়ের পিছনে সকলকে অভিনন্দন জানিয়েছেন। ডিকক এবং কেএল রাহুল যথাক্রমে ৬১ এবং ৪০ রান করেন। দু’জনে মিলে ওপেনিং জুটিতে ৯৯ রান তোলেন। এভিন লুইস ২৩ বলে ৫৫ রান করে অপরাজিত থেকে ব্রাবোর্ন স্টেডিয়ামে ২১১ রানের বিশাল স্কোর তাড়া করে ম্যাচ জয় নিশ্চিত করেন।
কুইন্টন ডি’কক ম্যাচ প্রসঙ্গে বলতে গিয়ে জানান ‘বেশ নার্ভাস ছিলাম। ২১০ রান তাড়া করা সবসময় কঠিন। আমাদের ক্রিকেটাররা বেশ ঠান্ডা মাথায় খেলেছে। সকলের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া ছিল। পরবর্তী সময়ে আমি নিজেও বেশ ধীরস্থির হয়ে যাই। আমরা জানতাম ২২ গজে আমাদের ঠিক কী করতে হবে। তবে বাস্তবের মাটিতে সেটা করে দেখানো দুঃসাধ্য সাধনের সমান। এই ধরনের ক্লোজ ম্যাচে জয় নিশ্চিত করেই আমাদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়াবে।’
For all the latest Sports News Click Here