IPL 22: কোহলি, ফ্যাফ ক্রিজে থাকলেও নিজের ব্যাটিংয়ে মন দিই, বললেন RCB-র নয়া তারকা
শুভব্রত মুখার্জি: যে কোনও ক্রিকেটারের কাছে স্বপ্ন বিরাট কোহলি, ফ্যাফ ডু’প্লেসির মতো ক্রিকেটারদের সঙ্গে সাজঘর শেয়ার করা। তাদের সঙ্গে ২২ গজে জুটি বাঁধা। যে কোনও জুনিয়র ক্রিকেটারের কাছে গ্রেট ব্যাটারদের সঙ্গে ব্যাট করাটা এক বিরাট পাওনা। ঠিক এমন প্রাপ্তিটাই ঘটেছে রয়্যাল চ্যালেজ্ঞার্স ব্যাঙ্গালোরের তরুণ প্রতিভাবান ক্রিকেটার রজত পাতিদারের জীবনে। তবে রজত পাতিদারের স্পষ্ট জবাব এমন মহান ক্রিকেটারদের সঙ্গে কোনওভাবেই তার তুলনা করা সম্ভব নয় বা বলা ভালো অনুচিত।
বিরাট, ফ্যাফ ডু’প্লেসির মতো ক্রিকেটারদের সঙ্গে একসঙ্গে ব্যাট করার অভিজ্ঞতা তুলে ধরেছেন ২৮ বছর বয়সি এই ক্রিকেটার। বিরাট ইনিংস ওপেন করার কারণে টপ অর্ডারে খেলার সুযোগ পেয়েছেন রজত পাতিদার। মেগা নিলামের প্রথম পর্যায়ে অবিক্রিত ছিলেন রজত পাতিদার। পরবর্তী সময়ে চোটগ্রস্ত লুভনীত সিসোদিয়ার পরিবর্তে তিনি দলে সুযোগ পান। মধ্যপ্রদেশে জন্ম হওয়া এই ব্যাটারের ২০২১ সালে অভিষেক হয়েছিল। ১১৭ স্ট্রাইক রেটে তিনি করেন ৭১ রান।
আরসিবির তরফে তাদের ম্যাচের দিনে তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে যেখানে পাতিদার জানিয়েছেন ‘কোহলি, ফ্যাফের মতো তারকা ব্যাটারদের সঙ্গে ব্যাট করাটা দারুণ। যারা আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘদিন ধরে আধিপত্য বজায় রেখেছেন। এই সময়ে আমার ফোকাস করার লক্ষ্য ছিল আমার নিজের ব্যাটিং। আমি কখনই নিজেকে ওনাদের মতো তারকাদের সঙ্গে তুলনা করতে পারি না। তাদের ক্ষমতা, মানসিকতা সবসময় আলাদা ধরনের। সেই কারণে আমি নিজেই নিজেকে ব্যাক করেছিলাম। নিজের জোনে থেকেই খেলার চেষ্টা করেছি।’
For all the latest Sports News Click Here