IPL 22: ইকোনমি রেট কম রাখাটাই আমার ফোকাস: রশিদ খান
শুভব্রত মুখার্জি: আইপিএলের ইতিহাসে অন্যতম সফল বোলার আফগান তারকা রশিদ খান। দীর্ঘদিন তিনি সানরাইজার্স হায়দরাবাদ দলের হয়ে খেলেছেন। ২০১৬ সালে তাদের হয়ে শিরোপাও জিতেছিলেন। বর্তমানে তিনি খেলছেন আইপিএলের নয়া ফ্রাঞ্চাইজি গুজরাট টাইটানস দলের হয়ে। চলতি আইপিএলেও বরাবরের মতো কিপ্টে বোলিং এখন পর্যন্ত করেছেন রশিদ। তাদের শেষ ম্যাচ মুম্বই ইন্ডিয়ান্স দলের বিরুদ্ধে দল হারলেও প্লে অফে যাওয়ার তাদের হাতে এখনও অনেক সুযোগ রয়েছে। এমন আবহে রশিদ খান জানিয়ে দিলেন ম্যাচে ইকোনমি রেট কম রাখাটাই তার ফোকাস।
প্রসঙ্গত চলতি মরশুমে ইতিমধ্যেই ১১টি উইকেট নিয়ে ফেলেছেন এই স্পিনার। ইকোনমি রেট মাত্র ৬.৮৪ রান প্রতি ওভার। তবে এই পরিসংখ্যানেও খুশি নন আফগান তারকা স্পিনার। তিনি মনে করছেন তার আরও ভাল করার জায়গা রয়েছে। মুম্বই ম্যাচের পরে তিনি জানান ‘টি-২০ ম্যাচে বল করার সময় উইকেট নেওয়াটা গুরুত্বপূর্ণ সবসময়। তবে আমার ক্ষেত্রে বিষয়টা একটু আলাদা। আমি সবসময় ইকোনমি রেটের উপর ফোকাস করি। কারণ এই বিষয়টা ব্যাটারদের সবথেকে বেশি চাপে রাখে।’
তিনি আরও যোগ করেন ‘তবে অন্য বছরের আইপিএলের সঙ্গে যদি আপনি তুলনা করেন এই বছর আমি অনেক কম উইকেট পেয়েছি। কয়েকটা ম্যাচে আমি যতটা ভাল বল করতে পারি তা করে উঠতে পারিনি নানা কারণে। এটাই টি-২০। এখানে আপনার অনেক কিছু শেখার রয়েছে।’ মুম্বই ম্যাচ সম্বন্ধে বলতে গিয়ে রশিদ খান জানান ‘হার্দিক এবং তেওয়াটিয়ার রান আউটটাই ম্যাচের রং বদলে দেয়। এটাই টি -২০ ক্রিকেটের সৌন্দর্য। কখনও আপনি ২ বলে ৯ করেন আবার কখনও ৬ বলেও ৯ রান আপনি করতে পারেন না।’
For all the latest Sports News Click Here