IPL 22: অশ্বিনের মতো রিটায়ার্ড আউটের পথে হাঁটবে না দিল্লির কোনও ব্যাটসম্যান
শুভব্রত মুখার্জি: চলতি আইপিএলের সব থেকে আলোচিত বিষয় রাজস্থান রয়্যালসের ভারতীয় তারকা রবিচন্দ্রন অশ্বিনের ‘রিটায়ার্ড আউট’। লখনউ সুপার জায়ান্টস দলের বিরুদ্ধে ম্যাচে রাজস্থান রয়্যালস দলের তরফে অশ্বিনকে ‘রিটায়ার্ড আউট’ করানোর সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট। সেই সময় অশ্বিন ২৩ বলে ২৮ রান করে নট আউট ছিলেন। অপর ফ্রাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালস দলের সহকারী কোচ শেন ওয়াটসন অবশ্য অকপট ভাষায় জানিয়ে দিলেন ‘রিটায়ার্ড আউট’ এই আউটের পন্থা তারা অবলম্বন করবেন না কোনও পরিস্থিতিতেই।
বিশ্বকাপজয়ী প্রাক্তন এই অজি অলরাউন্ডার মনে করেন এই পদ্ধতি অবলম্বন করলে ক্রিকেটারদের উন্নতি সম্ভব নয়। কারণ কঠিন পরিস্থিতিতে না পড়লে ক্রিকেটাররা কোনওদিন উন্নতি করতে পারবে না। তাদের মানসিকতা দৃঢ় হবে না। আইপিএলের ইতিহাসে প্রথমবার কোনও ক্রিকেটার ‘রিটায়ার্ড আউট’ হয়েছেন। রাজস্থান রয়্যালসের অশ্বিনকে ঘিরে নেওয়া এই সিদ্ধান্ত অবশ্য বিভিন্ন মহলে সমালোচিত।
‘দি গ্রেড ক্রিকেটার’ নামক এক পডকাস্টে ওয়াটসনকে এই ‘রিটায়ার্ড আউট’ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানিয়ে দেন দিল্লি দল কখনও এই পথে হাঁটবে না। এর নেপথ্য কারণও ব্যাখ্যা করেছেন তিনি। তিনি বলেন ‘এই জিনিসটা এখানে (দিল্লিতে) হবে না। কীকরে একজন ব্যাটার হিসেবে তুমি কিছু শিখবে? যদি কয়েকটি বল খেলে তুমি রান নাই বা করতে পার সেখান থেকে বেরিয়ে আসার উপায়ও তো তোমাকে শিখতে হবে। ক্রিকেটার হিসেবে তোমার উন্নতির তো এটাও অংশ তাই না। ও (অশ্বিন) তো মানকাডিংয়ের নিয়মটাকেও চরম সীমায় নিয়ে গিয়েছিল। এখন ওই নিয়মের পরিবর্তনের হয়েছে। এখন আবারও প্রথম ব্যাটার হিসেবে ‘রিটায়ার্ড আউট’ হয়ে গেল। রাজস্থান রয়্যালস সবসময় খেলার নিয়মগুলোর ফাঁকফোকর খুঁজছে। সেই রাতেও তারা তাই করেছে। আর তাদের সেই পরিকল্পনা সফল করতে অশ্বিন এগিয়ে এসেছে।’
For all the latest Sports News Click Here