IPL 2024: কোচ বদলাচ্ছে LSG, দৌড়ে এগিয়ে প্রাক্তন অজি ওপেনার
শুভব্রত মুখার্জি : আইপিএলের নবতম ফ্র্যাঞ্চাইজির অন্যতম লখনউ সুপার জায়ান্টস। পরপর দুই মরশুমেই তারা পৌঁছেছিল আইপিএলের প্লে অফে। তবে ফাইনালে এখনও পর্যন্ত পৌঁছাতে পারেনি তারা । আগামী মরশুমের আগে দলের নয়া হেড কোচের সন্ধানে রয়েছে এই ফ্র্যাঞ্চাইজি। আর নয়া হেড কোচ হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছেন প্রাক্তন অস্ট্রেলিয়ান ওপেনার জাস্টিন ল্যাঙ্গার। কোচ হিসেবে ল্যাঙ্গারের অভিজ্ঞতা কম নয়। অস্ট্রেলিয়ান সিনিয়র দলেরও কোচ ছিলেন তিনি। তাঁর প্রশিক্ষণেই টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল অজিরা।
আরও পড়ুন: সিদ্ধান্ত বদলে ওয়ার্নার কি অ্যাশেজের পরেই অবসর নিয়ে নেবেন? বড় ইঙ্গিত দিলেন স্ত্রী
জাস্টিন ল্যাঙ্গারের সঙ্গে লখনউ সুপার জায়ান্টস কতৃপক্ষের বিষয়টি নিয়ে ইতিমধ্যেই আলোচনা চলছে। আর্থিক দিকটি ছাড়াও নানা বিষয়ে কথা হয়েছে। দুই পক্ষ সব রকম শর্তে সম্মত হলে, তবেই এই দায়িত্ব নেবেন ল্যাঙ্গার। লখনউ সুপার জায়ান্টস কর্তারা বা ল্যাঙ্গার কোনও তরফেই বিষয়টি নিয়ে কেউ আপাতত মুখ খুলতে চাননি। তবে আইপিএলের এক সূত্রে জানানো হয়েছে, ইতিমধ্যেই দুই পক্ষের মধ্যে একাধিকবার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। ল্যাঙ্গার অজি সিনিয়র দলকে ২০২১ সালে টি-২০ বিশ্বকাপে জেতানোর পাশাপাশি বিগ ব্যাশেও তিনি সাফল্যের সঙ্গে প্রশিক্ষণ দিয়েছেন। তিন তিনটি বিগ ব্যাশ লিগে তিনি চ্যাম্পিয়ন করিয়েছিলেন পার্থ স্কর্চার্সকে। প্রথম চার বছরে তিন বার চ্যাম্পিয়ন হয়েছিল পার্থ স্কর্চার্স।
আরও পড়ুন: সপ্তম হয়েও সেই চন্দ্রকান্ত পণ্ডিতের ওপরই ভরসা রখতে চলেছে KKR?
বর্তমানে ৫২ বছর বয়সী ল্যাঙ্গার কোনও ধরনের কোনও কোচিংয়ের সঙ্গে যুক্ত নন। চুক্তি যদি সত্যিই হয় তা হলে অ্যান্ডি ফ্লাওয়ারের স্থলাভিষিক্ত হবেন তিনি। ফ্লাওয়ারের সঙ্গে সঞ্জীব গোয়েঙ্কার মালিকানাধীন লখনউ সুপার জায়ান্টস ফ্র্যাঞ্চাইজির সঙ্গে দুই বছরের চুক্তি ছিল, যা শেষ হয়েছে ২০২৩ সালের আইপিএলের পরেই। তবে লখনউ সুপার জায়ান্টস ফ্র্যাঞ্চাইজির বাকি সাপোর্ট স্টাফদের কোনও পরিবর্তন হচ্ছে না। সহকারী কোচ হিসেবে বিজয় দাহিয়া, বোলিং কোচ হিসেবে মর্নে মর্কেল এবং ফিল্ডিং কোচ হিসেবে জন্টি রোডস দায়িত্বে থাকছেন। দু’টি মরশুমেই লখনউ কেএল রাহুলের নেতৃত্বে এবং অ্যান্ডি ফ্লাওয়ারের প্রশিক্ষণে তৃতীয় স্থানে শেষ করেছিল।
For all the latest Sports News Click Here