IPL 2023: T20-তে অ্যাঙ্করের ভূমিকাও গুরুত্বপূর্ণ- সমালোচকদের মোক্ষম জবাব কোহলির
২০২৩ আইপিএলের স্ট্রাইক রেট নিয়ে কাটাছেড়া চলছে। যে সব প্লেয়ারদের স্ট্রাইকরেট কম, তাঁদের নিয়ে হচ্ছে তীব্র সমালোচনা। রয়্য়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি আবার নিন্দুকদের এক হাত নিয়ে ব্যাখ্যা করেছেন, কেন তিনি বিশ্বাস করেন যে, অ্যাঙ্করের ভূমিকাটাও টি-টোয়েন্টি ক্রিকেটে এখনও গুরুত্বপূর্ণ। বিরাট কোহলি বলেছেন যে, বাইরের লোকেদের পক্ষে বোঝা কঠিন যে, কেন ব্যাটাররা মাঝে মাঝে ধীর গতিতে ব্যাটিং করেন। বিশেষ করে একটি শক্তিশালী পাওয়ার-প্লে অর্থাৎ ৬ ওভার শেষ হওয়ার পরে।
এই সপ্তাহের শুরুতে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে কোহলি ৪৪ বলে ৬১ রানের দুরন্ত ইনিংস খেলেন। তবে বিরাট কোহলির এই ইনিংস নিয়েও কম সমালোচনা হয়নি। এম চিন্নাস্বামী স্টেডিয়ামে লখনউ বোলারদের বিরুদ্ধে কোহলি মাত্র ২৫ বলে ৪২ রান করেছিলেন।
আরও পড়ুন: RCB-র একাদশে ঢুকতে পারেন হাসারাঙ্গা, মিচেল মার্শ DC টিমে ঢুকলে কে বাদ পড়বেন?
কোহলি অবশ্য পাওয়ারপ্লে-র পরে নিজের ব্যাটিংয়ের গতি কমিয়ে ফেলেন। লখনউ সুপার জায়ান্টসের দুই স্পিনার ক্রুনাল পাণ্ডিয়া এবং রবি বিষ্ণোইয়ের বিরুদ্ধে তিনি হাত খুলে খেলতে পারেননি। কোহলি ৪২ রান থেকে পঞ্চাশে পৌঁছতে ১০ বল নেন। যেটা নিয়েই প্রশ্ন উঠেছে। তবে সে দিন ফ্যাফ ডু’প্লেসির সঙ্গে ৯৬ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ করেছিলেন কোহলি।
কোহলি আউট হয়ে যাওয়ার পরে আরসিবি অধিনায়ক ডু’প্লেসি এবং গ্লেন ম্যাক্সওয়েল মিলে লখনউয়ের বোলারদের ছাতু করেন। এবং তাঁদের বিধ্বংসী ব্যাটিংয়ের হাত ধরে আরসিবি ২১২ রান করে ফেলে। ফ্যাফ ৪৬ বলে ৭৯ এবং ম্যাক্সওয়েল ২৯ বলে ৫৯ রান করেন।
আরও পড়ুন: SRH-এর কাছে হেরে শীর্ষে ওঠা হল না KKR-এর, বড় লাফ দিল সানরাইজার্স
কোহলি জিও সিনেমাতে একটি সাক্ষাৎকারে রবিন উত্থাপ্পাকে বলেন, ‘হ্যাঁ নিশ্চিত ভাবে অ্যাঙ্করের ভূমিকা গুরুত্বপূর্ণ। আমি এর সাথে পুরোপুরি একমত। এমন অনেকেই আছেন, যাঁরা নিজেরা সেই পরিস্থিতিতে না থাকার কারণে, খেলাটিকে অন্য ভাবে দেখেন।’
তিনি আরও যোগ করেছেন, ‘যখন পাওয়ারপ্লে শেষ হয়ে যায়, তখন সকলে ভাবে, কেন গতি কমে গেল। যখন পাওয়ার-প্লেতে একটিও উইকেট পড়ে না, তখন সাধারণত সেরা খেলোয়াড়রা বোলিং করতে আসে। তখন প্রথম দুই ওভারে বুঝতে হয়, তাদের বিরুদ্ধে কী করতে হবে, যাতে সেই বোলারদের বিরুদ্ধে বড় রান সংগ্রহ করা করা যায়। এবং এর পর ইনিংসের বাকি কাজগুলি আরও সহজ হয়ে যায়,’
উল্লেখযোগ্য ভাবে, নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার সাইমন ডুলও কিন্তু বিরাট কোহলির সমালোচকদের মধ্যে ছিলেন। ক্রিকেটার-বিশেষজ্ঞ দাবি করেছিলেন যে, কোহলি নিজের মাইলফলকের জন্য এবং হাফসেঞ্চুরি করার জন্য স্পিনারদের বিরুদ্ধে ধীরগতিতে খেলেছেন।
For all the latest Sports News Click Here