IPL 2023: GT-র কেউ সহানুভূতি দেখাবে না- যশ দয়ালকে সাফ বলে দিয়েছিলেন তেওয়াটিয়া
রাহুল তেওয়াটিয়া শেষ ওভারে চাপ সামলানোর বিষয় অনেকটাই অভিজ্ঞ হয়ে উঠেছেন। গত তিন বছর আইপিএলে শেষ ওভারে চাপ সামলানোর ক্ষেত্রে রাহুল তেওয়াটিয়ার চেয়ে ভালো সাফল্যের হার আর কারও নেই। তিনি আবার যশ দয়ালের খারাপ সময়ে তাঁর পাশে দাঁড়িয়ে নিন্দুকদের এক হাত নিয়েছেন।
গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটার রিঙ্কু সিং শেষ ওভারের শেষ পাঁচ বলে পাঁচটি ছক্কা হাঁকিয়ে দলকে জিতিয়ে দেন। ২০২০ সালে রাহুল তেওয়াটিয়াও পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে রাজস্থান রয়্যালসের হয়ে একই রকম কাজ করেছিলেন। পঞ্জাবের পেসার শেলডন কটরেল ১৮তম ওভারে বল করতে এলে, রাহুল তেওয়াটিয়া তাঁকে পরপর তিনটি ছক্কা হাঁকিয়েছিলেন। তবে এ বার সতীর্থ যশ দয়ালের যন্ত্রণাটা তিনি বেশ উপলব্দি করতে পারছেন।
আরও পড়ুন: PBKS-কে হারিয়ে লিগ টেবলের তিনে উঠলেও, কড়কড়ে ১২ লাখ জরিমানা দিতে হবে GT অধিনায়ক হার্দিককে
যশ দয়াল, যিনি গত বছর জিটি-র শিরোপা জয়ের পথে গুরুত্বপূর্ণ ভূমিক নিয়েছিলেন, সেই তারকাই রিঙ্কু সিং-এর হাতে মার খেয়ে একেবারে মুষড়ে পড়েছেন। গুজরাটের বিরুদ্ধে ম্যাচে কেকেআর-এর শেষ ওভারে ২৯ রান প্রয়োজন ছিল। যশ দয়াল দেন মোট ৩১ রান। এর মধ্যে রয়েছে ৫টি ছক্কা। রিঙ্কু কাছে মার হজম করার ফলে গুজরাট তাদের পরের ম্যাচে অর্থাৎ পঞ্জাব কিংসের বিরুদ্ধে একাদশ থেকে বাদ দেন দয়ালকে। মোহিত শর্মা তাঁর স্থলাভিষিক্ত হন। প্রবীণ ভারতীয় পেসার আইপিএলে ফিরে এসে ১৮ রান দিয়ে ২ উইকেট নিয়ে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন। তবে রাহুল তেওয়াটিয়া মনে করেন, যশ দয়াল ফের শক্তিশালী হয়েই ফিরে আসবেন।
আরও পড়ুন: একে একে ছিটকে যাচ্ছে তারকা পেসাররা, ক্রমশই কোণঠাসা হচ্ছে ধোনির CSK
বৃহস্পতিবার তেওয়াটিয়া ফাইন-লেগের উপর একটি ল্যাপ শট খেলেছিলেন, যখন ২ বলে ৪ রানের প্রয়োজন ছিল। গুজরাটকে ছয় উইকেটে ম্যাচ জিতেয়ে সাংবাদিকদের বলেন, ‘ও আমাদের প্রধান বোলারদের একজন। আমরা গত মরশুমে চ্যাম্পিয়ন হয়েছিলাম এবং ও এতে বড় ভূমিকা নিয়েছিল। ও নতুন বলের পাশাপাশি গত বছর ডেথ ওভারেও ভালো বোলিং করেছিল। ও আমাদের জন্য যা করেছে, তা একটি ম্যাচের জন্য সবটা পাল্টে যাবে না। আমি মনে করি না, দলের কেউ ওকে কোনও সহানুভূতি দেখিয়েছে।’
তেওয়াটিয়া আরও বলেছেন, ‘আমি ওকে বলেছিলাম, একটা ম্যাচ খারাপ হয়েছে। তুমি যদি এটা নিয়ে নিজেকে দায়ী করো, তা হলে তুমি নিজেই নিজেকে করবে, অনেকটা পাথরের গায়ে আঘাত করার মতো। তা ছাড়া জিটি-র কেউ তোমাকে এই সম্পর্কে কোনও খারাপ কিছু বলবে না। বা তোমার খারাপ লাগে, এমন কিছু বলবে না। অনুশীলন চালিয়ে যাও এবং সেই দিন যা ঘটেছে, তা ভুলে সুযোগের জন্য অপেক্ষা করো। এটাই সবচেয়ে খারাপ হয়ে গিয়েছে, এর চেয়ে খারাপ কিছু হতে পারে না।’
For all the latest Sports News Click Here