IPL 2023 Auction: সব থেকে বেশি টাকা হাতে নিয়ে নিলামে ক্যাপ্টেনের খোঁজে নামবে SRH
আইপিএল ২০২৩-র মিনি নিলামের আগে ১০টি ফ্র্যাঞ্চাইজির মধ্যে সব থেকে বেশি টাকা হাতে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদের। স্বাভাবিকভাবেই নিলামে তাদের দাপট দেখা যাবে সব থেকে বেশি। যদিও নিলাম থেকে হায়দরাবাদকে কার্যত ঢেলে দল সাজাতে হবে। ব্যাটিং, বোলিং উভয় বিভাগেই প্রচুর খামতি রয়েছে সানরাইজার্সের।
তবে সবার আগে একজন ক্যাপ্টেনের খোঁজ করতে হবে সানরাইজার্সকে। কেননা তারা দলনায়ক কেন উইলায়মসনকে এবার ছেড়ে দিয়েছে স্কোয়াড থেকে। সঙ্গে একজন প্রতিষ্ঠিত ওপেনারও দরকার হায়দরাবাদের।
ক্যাপ্টেন হিসেবে হায়দরাবাদের নজর থাকতে পারে একাধিক তারকার দিকে। পঞ্জাব কিংসকে গতবছর নেতৃত্ব দেওয়া মায়াঙ্ক আগরওয়ালকে দলে নিলে একই সঙ্গে ক্যাপ্টেন ও ওপেনারের সমস্যা মিটতে পারে তাদের। তবে নেতা হিসেবে বেন স্টোকস, জেসন হোল্ডার, নিকোলাস পুরানের মতো বিদেশিদের কথাও ভাবতে পারে হায়দরাবাদ।
অভিষেক শর্মার সঙ্গে ওপেন করার জন্য ক্যামেরন গ্রিনের মতো বিদেশি তারকা নিঃসন্দেহে সানরাইজার্সের নজরে থাকবেন। হাতে বেশি টাকা রয়েছে বলে গ্রিনকে দলে নেওয়ার মরিয়া চেষ্টা করতে পারে হায়দরাবাদ। কেননা ভারত সফরে এসে অজি তারকা বুঝিয়ে দিয়েছেন, আইপিএল মাতাতে প্রস্তুত তিনি।
আরও পড়ুন:- IPL Auction 2023 RR Strategy: পকেটে খুব কম টাকা নিয়ে বড় বড় প্রশ্নের জবাব খুঁজতে নিলামে বসবে রাজস্থান রয়্যালস
মিডল অর্ডারে রিলি রসউকে নেওয়ার কথা ভাবতে পারে হায়দরাবাদ। ভারতীয় পেস বোলারদের দিয়ে সানরাইজার্স অনায়াসে কাজ চালিয়ে দিতে পারে। কেননা তাদের হাতে রয়েছে ভুবনেশ্বর কুমার, উমরান মালিক, টি নটরাজন, কার্তির ত্যাগীরা। স্পিন বিভাগে আদিল রশিদের কথা ভাবতে পারে হায়দরাবাদ।
কত টাকা হাতে রয়েছে হায়দরাবাদের: সানরাইজার্স হায়দরাবাদের হাতে সব থেকে বেশি ৪২ কোটি ২৫ লক্ষ অবশিষ্ট রয়েছে।
কতজন খেলোয়াড় দলে নিতে পারবে হায়দরাবাদ: সানরাইজার্স হায়দরাবাদের হাতে রয়েছে ১২ জন ক্রিকেটার। সুতরাং, আইপিএল ২০২৩-এর মিনি নিলাম থেকে সর্বোচ্চ ১৩ জন ক্রিকেটারকে দলে নিতে পারবে তারা।
কতজন বিদেশি খেলোয়াড় নিতে পারবে হায়দরাবাদ: সানরাইজার্সের হাতে রয়েছে চারজন বিদেশি ক্রিকেটার (এডেন মার্করাম, গ্লেন ফিলিপস, মারকো জানসেন ও ফজলহক ফারুকি)। সুতরাং, নিলাম থেকে সর্বোচ্চ ৪ জন বিদেশি ক্রিকেটার দলে নিতে পারবে তারা।
আরও পড়ুন:- KKR IPL 2023 Auction Strategy: সবথেকে কম টাকা নিয়ে ছক্কা মারতে KKR-র ভরসা একজন! নিলামে কাদের জন্য ঝাঁপাতে পারে?
সানরাইজার্স কাদের হায়দরাবাদ ধরে রেখেছে: নিলামের আগে হায়দরাবাদ ধরে রেখেছে আব্দুল সামাদ, এডেন মার্করাম, রাহুল ত্রিপাঠী, গ্লেন ফিলিপস, অভিষেক শর্মা, মারকো জানসেন, ওয়াশিংটন সুন্দর, ফজলহক ফারুকি, কার্তিক ত্যাগী, ভুবনেশ্বর কুমার, টি নটরাজন ও উমরান মালিককে।
সানরাইজার্স হায়দরাবাদ কাদের ছেড়ে দিয়েছে: নিলামের আগে হায়দরাবাদ ছেড়ে দিয়েছে কেন উইলিয়ামসন, নিকোলাস পুরান, জগদীশা সূচিত, প্রিয়ম গর্গ, রবিকুমার সামর্থ, রোমারিও শেফার্ড, সৌরভ দুবে, সিয়ান অ্যাবট, শশাঙ্ক সিং, শ্রেয়স গোপাল, সুশান্ত মিশ্র ও বিষ্ণু বিনোদকে।
For all the latest Sports News Click Here