IPL 2023: ২০০-র পিচ ছিল, বেশি রান হজম করায়, বোলারদের দুষলেন RCB অধিনায়ক ফ্যাফ
সোমবার চিন্নাস্বামী ক্রিকেট স্টেডিয়ামে আইপিএলের আরও একটি রোমাঞ্চকর ম্যাচের হয়ে গেল। যে ম্যাচে চেন্নাই সুপার কিংস ৮ রানে রয়্যাস চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে এই মরশুমের তাদের তৃতীয় জয় ছিনিয়ে নিয়েছে। জয়ের জন্য আরসিবি-র সামনে ২২৭ রানের লক্ষ্য ছিল। কিন্তু ব্যাঙ্গালোর ৮ উইকেট হারিয়ে ২১৮ রান করে। ম্যাচ হারের পর অধিনায়ক ফ্যাফ ডু’প্লেসি ব্যাখ্যা করেেন, আরসিবি কোথায় ভুল করেছে।
তিনি বলেন, ‘আমার মতে আমরা খুব ভালো ব্যাটিং করেছি। তবে শেষ চার ওভারে আমরা ম্যাচকে নিজেদের পক্ষে ঘোরাতে পারিনি। টসের সময়ে আমি বলেছিলাম, এই পিচে ২০০ রান করা যাবে। তবে চেন্নাই ১০-১৫ রান বেশি করে। আমরা এখান থেকে অনেক কিছু শিখে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করব।’
আরসিবি অধিনায়ক ঝোড়ো মেজাজে হাফসেঞ্চুরি পূরণ করেন। এবং তাঁর দলের ২২৭ রান তাড়া করে জেতার সম্ভাবনা বাঁচিয়ে রাখে। কিন্তু ১৪তম ওভারে তিনি ৩৩ বলে ৬২ করে আউট হলে সিএসকে ফের লড়াইয়ে ফেরে। এবং শেষ পর্যন্ত তারা আট রানে ম্যাচ জেতে।
ডু’প্লেসি নিজের চোট নিয়ে বলেছেন, ‘যখন আমি শুরু করেছিলাম, সবই ঠিক ছিল। ফিল্ডিং করার সময় আমার পাঁজরে সামান্য চোট হয়েছিল। আমি সেই কারণে ব্যান্ডেজ করেছিলাম। তবে শেষের দিকে কিছুটা স্টিফ হয়ে যাওয়ায়, একই ছন্দে খেলতে পারিনি। স্বভাবতই আমি হতাশ হয়ে পড়েছিলাম। মাঝ ওভারে স্পিনারদের বিরুদ্ধে আরও ভালো খেলা উচিত ছিল।’
গ্লেন ম্যাক্সওয়েল এবং ডু’প্লেসি তৃতীয় উইকেটে ১২৬ রানের জুটি গড়েন এবং দু’জন যখন ব্যাটিং করছিলেন, তখন লক্ষ্যটি আরসিবি-র নাগালের মধ্যেই ছিল। এবং মনেও হচ্ছিল, ম্যাচটি জিতে যাবে ব্যাঙ্গালোর। ম্যাক্সওয়েল আরসিবি-র হয়ে সর্বোচ্চ স্কোর করেন। তিনি ৩৬ বলে ৭৬ রানের দুরন্ত ইনিংস খেলেন। তার পর ১৩তম ওভারে সাজঘরে ফেরেন ম্যাক্সি।
ডু’প্লেসি বলেন, ‘আমি মনে করি, আমরা নিখুঁত ভাবে খেলেছি। শেষ পাঁচ ওভার জয়ের লক্ষ্যে পৌঁছানোর জন্য সেট করা হয়েছিল। কার্তিক ভালো ভাবেই ম্যাচ শেষ করছিলেন এবং এটাই ওর জীবিকা। তবে চেন্নাইয়ের বোলিং খুব ভালো ছিল। আমরা শেষের দিকে কয়েক রানের জন্য পিছিয়ে পড়লাম।’
তিনি আরও বলেছেন যে আরসিবি বোলাররা আরও ভাল বল করতে পারতেন। তাঁর মতে, ‘২০-এর আশেপাশে রান দেওয়ার বিষয়ে আর একটু সতর্ক হতে হবে। ছেলেদের বলব, এটা নিয়ে ভাবতে। একজন বোলার হিসাবে দক্ষ হতে হবে। সিরাজ অবিশ্বাস্য ছিল।’
ম্যাচের কথা বললে, চেন্নাই, প্রথমে ব্যাট করে, ডেভন কনওয়ের ৮৩ (৪৫) এবং শিবম দুবের ৫২ রানের (২৭ বলে) হাত ধরে ৬ উইকেট হারিয়ে ২২৬ রান করে চেন্নাই সুপার কিংস। এটি চলতি মরশুমের সর্বোচ্চ স্কোরও। এই লক্ষ্য তাড়া করতে নেমে আরসিবি ভালো শুরু করতে পারেনি। বিরাট কোহলি দুর্ভাগ্যবশত মাত্র ৬ রান করে আউট হয়ে যান। এর পরেই আরসিবি আরও একটি ধাক্কা খেয়েছিল, মহিপাল লোমরোরের (০) উইকেট হারিয়ে। কিন্তু তৃতীয় উইকেটে ডু’প্লেসি এবং ম্যাক্সওয়েল ৬১ বলে ১২৬ রানের পার্টনারশিপ গড়ে আরসিবি-কে লড়াইয়ে ফিরিয়ে আনেন। কিন্তু শেষ ৪ ওভারে চেন্নাই বোলাররা লড়াইয়ে ফিরে আরসিবিকে ২১৮ রানে আটকে দেন।
For all the latest Sports News Click Here