IPL 2023 শিরোপা লক্ষ্য, ভারসাম্য রেখে টিম গড়ার চেষ্টা RR-এর,একাদশ বেশ শক্তিশালী
আইপিএলের প্রথম চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালস ২০২২ মরশুমে দুরন্ত ক্রিকেট খেলেছিল। তবে তারা ফাইনালে গুজরাট টাইটান্সের কাছে হেরে যায়। তবে শেষ মরশুমে অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপের দখল রেখেছিলেন রাজস্থানেরই দুই তারকা। এ বার তারা শক্তিশালী প্রত্যাবর্তন করতে মুখিয়ে রয়েছে রাজস্থান।
২০২৩ আইপিএল নিলাম পরবর্তী গুজরাট টাইটান্স টিম নিয়ে পর্যালোচনা:
এই বছর তারা ভারসাম্য বজায় রেখে টিম করার চেষ্টা করেছে। জস বাটলার এবং জো রুটের অভিজ্ঞতাকে যেমন তারা কাজে লাগাতে চাইবে, তেমন তারুণ্যও তাদের বড় ভরসা হবে। রাজস্থান দলের অধিনায়ক সঞ্জু স্যামসনও বেশ ভালো ফর্মে আছেন, তা ছাড়া দলের ফাস্ট বোলার ট্রেন্ট বোল্ট দলের অন্যতম অস্ত্র হতে চলেছেন।
গত বছর থেকে ভালো ছন্দে থাকা ম্যাকয় রাজস্থান দলের বড় ভরসা হবে। ম্যানেজমেন্ট এই নিলামে ওয়েস্ট ইন্ডিজের তারকা জেসন হোল্ডারকেও বেছে নিয়েছে অলরাউন্ডিং অপশন হিসেবে। দলে অভিজ্ঞ স্পিনার অ্যাডাম জাম্পাকেও শেষ রাউন্ডে তুলে নিয়েছে রাজস্থান। পরবর্তী মরশুমে এই দল নিয়ে ভালো ফলের আশা করছেন কোচ কুমার সাঙ্গাকরা।
নিলামে হিসেব কষে প্লেয়ার নেওয়ার চেষ্টা করেছে রাজস্থান। বড় নামের পিছনে না ছুটে কার্যকরী ভূমিকা নিতে পারে, এমন দল গড়ার চেষ্টা করেছে রাজস্থান। এমনিতেই দত বারের মোটামুটি পুরো টিমই তারা ধরে রেখেছিল। এ বার শুধু ফাঁকগুলো ভরাট করার চেষ্টা করেছেন। এ বারের নিলাম থেকে বেশ কিছু ভালো মানের ঘরোয়া ক্রিকেটারদের নিয়েছে রাজস্থান।
২০২৩ সালের নিলামে কেনা খেলোয়াড়: ডনোভান ফেরেইরা (৫০ লক্ষ টাকা), কুণাল রাঠোর (২০ লক্ষ টাকা), অ্যাডাম জাম্পা (১.৫০ কোটি টাকা), কেএম আসিফ (৩০ লক্ষ টাকা), মুরুগান অশ্বিন (২০ লক্ষ টাকা), আকাশ বশিষ্ঠ (২০ লক্ষ টাকা), আব্দুল পিএ (২০ লক্ষ টাকা), জো রুট (১ কোটি টাকা)।
রাজস্থান রয়্যালসে আগেই যাঁরা ছিলেন: সঞ্জু স্যামসন (অধিনায়ক), দেবদত্ত পাডিক্কাল, ধ্রুব জুরেল, জস বাটলার, কেসি কারিয়াপ্পা, কুলদীপ সেন, কুলদীপ যাদব, নভদীপ সাইনি, ওবেদ ম্যাকয়, প্রসিধ কৃষ্ণ, রবিচন্দ্রন অশ্বিন, রিয়ান পরাগ, সিমরন হেতমায়ের, ট্রেন্ট বোল্ট, যশস্বী জয়সওয়াল, যুজবেন্দ্র চাহাল।
রাজস্থানের সম্ভাব্য প্রথম একাদশ: যশস্বী জয়সওয়াল, জস বাটলার, সঞ্জু স্যামসন (অধিনায়ক এবং উইকেটকিপার, দেবদত্ত পাডিক্কাল, শিমরন হেতমায়ের, রিয়ান পরাগ, রবিচন্দ্রন অশ্বিন, জেসন হোল্ডার, প্রসিধ কৃষ্ণ, ট্রেন্ট বোল্ট, যুজবেন্দ্র চাহাল।
For all the latest Sports News Click Here