IPL 2023: শিকে ছিঁড়ল না বাংলার অভিমন্যুর, DC বেছে নিল উত্তরপ্রদেশের প্রিয়মকেই
ভাগ্যের শিকে ছিঁড়ল না বাংলার অভিমন্যু ঈশ্বরণের। লিগ টেবলের লাস্টবয় দিল্লি ক্যাপিটালস (ডিসি) শুক্রবার ২০২৩ আইপিএলের জন্য তাদের চূড়ান্ত স্কোয়াডে কমলেশ নাগারকোটির জায়গায় প্রিয়ম গর্গকেই বেছে নিল। স্পোর্টসকিদার প্রতিবেদনে বলা হয়েছে, শীঘ্রই আনুষ্ঠানিক ভাবে প্রিয়ম গর্গের নাম ঘোষণা করে দেওয়া হবে।
নিলামের সময় প্রিয়ম গর্গ অবিক্রিত ছিলেন। এর আগে আইপিএলের তিন মরশুমের অভিজ্ঞতা রয়েছে প্রিয়মের। সানরাইজার্স হায়দরাবাদ দলের সদস্য ছিলেন তিনি। তবে দলের ফাস্ট-বোলার ছিটকে গেলেও, তাঁর পরিবর্তে ব্যাটার কেন নেওয়া হল? সম্ভবত দিল্লির ব্যাটিং লাইনআপের বেহাল দশার কারণেই বোলারের পরিবর্তে বোলার না নিয়ে অতিরিক্ত ব্যাটার নেওয়া হল।
আরও পড়ুন: এই জয় প্রথম টেস্টে রান পাওয়ার মতো- সৌরভ উচ্ছ্বসিত হলেও, DC-র ব্যাটিং নিয়ে চিন্তায়
টানা পাঁচটি পরাজয়ের পর বৃহস্পতিবারই কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে দিল্লি ক্যাপিটালস এ বার প্রথম জয়ের স্বাদ পেয়েছে। আর তার পরেই তারা কমলেশ নাগারকোটির জায়গায় নতুন প্লেয়ারও নিশ্চিত করে ফেলে তারা।
প্রসঙ্গত, পিঠের চোটের কারণে এই সপ্তাহের শুরুতে দিল্লির ফাস্ট-বোলার কমলেশ নাগারকোটি টুর্নামেন্ট থেকে বাদ পড়েন। দিল্লি ম্যানেজমেন্ট অবিলম্বে উত্তরপ্রদেশের গর্গ এবং বাংলার সাদা বলের অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণকে দুই দিনের ট্রায়ালের জন্য ডেকে পাঠায়। তবে অভিমন্যু নন, প্রিয়মকেই তারা বেছে নিল।
আরও পড়ুন: লন্ডনে শ্রেয়সের সফল অস্ত্রোপচার, কবে ফিরবেন ২২ গজে?
জানা গিয়েছে, দুই ক্রিকেটারই মঙ্গলবার এবং বুধবার দলের সঙ্গে প্রশিক্ষণ সেশনের সময়ে ছিলেন। মোদ্দা কথা, মিডল অর্ডারকে শক্তিশালী করার জন্যই একটা সময়ে ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ককে দলে নিল দিল্লি।
আইপিএল অভিজ্ঞতা বিবেচনা করার কারণেই সম্ভবত অভিমন্যু পিছিয়ে পড়লেন। তা না হলে অভিমন্যু প্রযুক্তিগত ভাবে অনেক বেশি শক্তিশালী ব্যাটার। তবে প্রিয়ম গর্গের পেছনে রয়েছে আইপিএলের তিন মরশুমের অভিজ্ঞতা।
২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারত রানার্স-আপ হওয়ার ঠিক পরে, সানরাইজার্স হায়দ্রাবাদ প্রিয়মকে ১.৯০কোটিতে চুক্তিবদ্ধ করেছিল। প্রিয়ম গর্গ ১৭টি আইপিএল ইনিংস খেলে মাত্র ২৫১ রান করেছেন। তাঁর গড় এবং স্ট্রাইকরেট যথাক্রমে ১৫.৬৯ এবং ১১৫.১৪। যদিও ঈশ্বরণের সামগ্রিক টি-টোয়েন্টির পরিসংখ্যান গর্গের তুলনায় ভালো।
For all the latest Sports News Click Here