IPL 2023: রবিবার কলকাতায় পা দিচ্ছেন রিঙ্কুরা, কবে KKR শিবিরে যোগ দেবেন শাকিবরা?
আইপিএল ২০২৩ শুরু হতে খুব বেশিদিন সময় নেই। তবে ইতিমধ্যেই প্রথম দফার প্রস্তুতি সারা কলকাতা নাইট রাইডার্সের। কেকেআর তাদের প্রাথমিক প্রস্তুতি শিবির শেষ করে বেস ক্যাম্পে ফিরছে। এবার নিজেদের ডেরায় স্টেজ রিহার্সাল সারবে কেকেআর।
শনিবারই শহরে পৌঁছে যাওয়ার কথা কেকেআরের বেশিরভাগ কোচিং স্টাফের। রবিবার থেকে একে একে কলকাতায় পা দেবেন ক্রিকেটাররা। রবিবার প্রথম ব্যাচে কলকাতায় পৌঁছবেন নাইট রাইডার্সের বেশিরভাগ ঘরোয়া ক্রিকেটার। দিনের আলাদা আলাদা সময়ে টিম হোটেলে ঢুকবেন বেঙ্কটেশ আইয়ার, বৈভব আরোরা, মনদীপ সিং, বরুণ চক্রবর্তী, সুয়াশ শর্মা, হর্ষিত রানা, কুলবন্ত খেজরোলিয়া, নীতিশ রানা, রিঙ্কু সিং ও অনুকূল রায়। সোমবার নারায়ন জগদীশানের সঙ্গে শহরে পা দেবেন আন্দ্রে রাসেল।
দ্রে রাস আগেভাগে কলকাতায় পৌঁছে গেলেও সুনীল নারিন শহরে আসবেন ২৫ মার্চ, শনিবার। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বি-পাক্ষিক সিরিজ শেষ করে ২৬ মার্চ কলকাতায় আসবেন দুই কিউয়ি তারকা লকি ফার্গুসন ও টিম সাউদি। ২৮ মার্চ শহরে পৌঁছবেন আফগান তারকা রহমানউল্লাহ গুরবাজ।
আরও পড়ুন:- IPL 2023: ভারতে এসে গিলের ডাবল সেঞ্চুরি মাটি করতে বসেছিলেন, সেই কিউয়ি অল-রাউন্ডারকে ১ কোটিতে দলে নিল RCB
পাকিস্তান সুপার লিগ অভিযান শেষে ডেভিড ওয়াইজ কলকাতায় পৌঁছে যাবেন ২৪ মার্চ। সেদিনই টিম হোটেলে বাকি স্কোয়াডের সঙ্গে যোগ দেবেন শার্দুল ঠাকুর ও উমেশ যাদব। শার্দুল আপাতত জাতীয় দলের হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে ব্যস্ত রয়েছেন।
উল্লেখোযোগ্য বিষয় হল, নাইট রাইডার্সের তরফে এখনও তিনজন ক্রিকেটার কবে দলের সঙ্গে যোগ দেবেন, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি। ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারের চোট রয়েছে। তিনি আদৌ দলের সঙ্গে যোগ দিতে পারবেন কিনা, তা নিয়ে ঘোর অনিশ্চয়তা রয়েছে। জাতীয় দলের সঙ্গে রয়েছেন বলে বাংলাদেশের দুই ক্রিকেটার শাকিব আল হাসান ও লিটন দাস পরে যোগ দেবেন নাইট শিবিরে। প্রথম ব্যাচে ক্রিকেটাররা শহরে পৌঁছলেই ইডেনে প্রস্তুতি শুরু করবে নাইট রাইডার্স।
আরও পড়ুন:- অল্পের জন্য ভাঙা হয়নি আফ্রিদির রেকর্ড, সব থেকে কম বলে ODI শতরানকারীদের এলিট লিস্টে UAE-র আসিফ, দেখুন সেরা পাঁচের তালিকা
কবে কলকাতায় আসছেন নাইট তারকারা:-
১৯ মার্চ (রবিবার): বেঙ্কটেশ আইয়ার, বৈভব আরোরা, মনদীপ সিং, বরুণ চক্রবর্তী, সুয়াশ শর্মা, হর্ষিত রানা, কুলবন্ত খেজরোলিয়া, নীতিশ রানা, রিঙ্কু সিং ও অনুকূল রায়।
২০ মার্চ (সোমবার): নারায়ন জগদীশান ও আন্দ্রে রাসেল।
২৪ মার্চ (শুক্রবার): ডেভিড ওয়াইজ, শার্দুল ঠাকুর ও উমেশ যাদব।
২৫ মার্চ (শনিবার): সুনীল নারিন।
২৬ মার্চ (রবিবার): লকি ফার্গুসন ও টিম সাউদি।
২৮ মার্চ (মঙ্গলবার): রহমানউল্লাহ গুরবাজ।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here