IPL 2023: ভোর ৫টাতেও জারি হুল্লোড়, হোটেলের লবিতে ফাটিয়ে নাচ দীপক চাহারের- Video
শুভব্রত মুখার্জি: আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএলের ১৬তম মরশুমের ফাইনালে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস এবং গুজরাট টাইটানস। ২০২২ সালে আইপিএলে অভিষেক হওয়ার পরে পরপর দ্বিতীয়বার ফাইনালে খেলে গুজরাট। ফলে তাদের সামনে সুযোগ ছিল দ্বিতীয় শিরোপা জয়ের।
অপরদিকে সিএসকের সামনে সুযোগ ছিল পঞ্চম শিরোপা জয়ের। এমন আবহে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে গুজরাটকে পাঁচ উইকেটে হারিয়ে আইপিএলের শিরোপা জিতে নেয় সিএসকে। তাদের পঞ্চম শিরোপা জয়ের পরেই উৎসবে মেতে ওঠে সকলে। বাদ যাননি তাদের সিনিয়র পেসার দীপক চাহারও। হোটেলে ভোর পাঁচটার সময়েও নাচতে দেখা যায় তাঁকে।
সিএসকের টিম হোটেলেই প্রানখোলা নাচ নাচতে দেখা যায় দীপক চাহারকে। হোটেলের লবিতে তখন ঢাক ঢোল বাজিয়ে রীতিমতো উৎসব চলছে। আর সেই উৎসবেই তাল মেলালেন দীপ চাহার। তাঁর সেই ভিডিয়ো শেয়ার করেছেন তাঁর বোন মালতি চাহার। ইন্সটাগ্রামে নিজের অ্যাকাউন্ট থেকে সেই ভিডিয়ো শেয়ার করেছেন তিনি। যেখানে ভোর পাঁচটার সময়েও টিম হোটেলের লবিতে পঞ্চম শিরোপা জয়ের উদযাপনে মাততে দেখা গিয়েছে চাহারকে।
আরও পড়ুন:- IND vs AUS: বহু অভিযোগ সত্ত্বেও ডিউক বলে খেলা হবে ভারত-অস্ট্রেলিয়া WTC Final, জানিয়ে দিল ICC, কারা সুবিধা পাবে?
ঢোলের তালে তালে রীতিমতো ভাঙ্গড়া নাচতে দেখা গিয়েছে দীপককে। এই ভিডিয়ো শেয়ার করে ক্যাপশনে বোন মালতি লিখেছেন, ‘আমাদের ভাইয়ের জন্য দারুণ একটা মরশুম কাটলো। চোট থেকে সেরে উঠেই শিরোপা জয়ের স্বাদ পেল সে। ভাই তোমাকে অনেক ভালোবাসা, তোমাকে ভগবান আরও শক্তি দিক।’
প্রসঙ্গত আইপিএলের ফাইনালে প্রথমে ব্যাট করে গুজরাট টাইটানস ২১৪ রান করে। সাই সুদর্শন ৯৬ রানের একটি অনবদ্য ইনিংস খেলেন। ওপেনার হিসেবে ব্যাট করতে নেমে বাংলার কিপার ব্যাটার ঋদ্ধিমান সাহা ৫৪ রানের একটি ইনিংস খেলেন। দীপক চাহার ৪ ওভার বল করে ৩৮ রান দেন। তুলে নেন একটি উইকেট।
আরও পড়ুন:- হয় প্লে-অফ, না হয় শেষের দিক থেকে চার নম্বরে, IPL-এ KKR-এর ধারাবাহিকতার সামনে পাত্তা পাবে না CSK-ও
এরপরেই বৃষ্টির কারণে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে সিএসকের সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ১৫ ওভারে ১৭১ রান। ওপেনার ডেভন কনওয়ে ৪৭, শিবম দুবে অপরাজিত ৩২, অজিঙ্কা রাহানে ২৭, আম্বাতি রায়াডু ১৯ রান করে দলের জয়ের ভিত মজবুত করেন। সেই ভিতের উপরে দাঁড়িয়েই মাত্র ৬ বলে অপরাজিত ১৫ রান করে জয় নিশ্চিত করেন রবীন্দ্র জাদেজা। মোহিত শর্মার শেষ দুই বলে ৬ এবং চার হাঁকিয়ে তিনি রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নেন।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here