IPL 2023: ভেঙে না পড়ে চলছে প্র্যাকটিস, RR থেকে বাদ পড়া নিয়ে বললেন রিয়ান
শুভব্রত মুখার্জি: দীর্ঘদিন রাজস্থান রয়্যালসের হয়ে খেলছেন আসামের ক্রিকেটার রিয়ান পরাগ। ব্যাটিং অলরাউন্ডার মারাত্মক প্রতিভাবান ক্রিকেটার হওয়া সত্ত্বেও আইপিএলের মঞ্চে তাঁর প্রতিভার প্রতি সুবিচার করতে পারেননি। তাঁর পারফরম্যান্সের ধারাবাহিকতার অভাব বরাবর প্রশ্নের মুখে পড়েছে। চলতি আইপিএলেও খারাপ পারফরম্যান্সের পরে তাঁকে বাদ পড়তে হয়েছে সঞ্জু স্যামসনের দলের প্রথম একাদশ থেকে। এতদিন বিষয়টি নিয়ে চুপ ছিলেন রিয়ান। তবে এবার তাঁর নিরবতা ভেঙেছেন তিনি। নিরবতা ভেঙে জানিয়ে দিয়েছেন বিষয়টি খুব সহজ, সরল। বিষয়টির মধ্যে কোনও রকমের জটিলতা নেই।
চলতি মরশুমে ১৯ এপ্রিল পর্যন্ত তিনি রাজস্থান রয়্যালসের প্রথম একাদশের সদস্য ছিলেন। রাজস্থানের হয়ে লখনউ সুপার জায়ান্টস দলের বিরুদ্ধে শেষ তিনি খেলেছিলেন। তারপরে আর প্রথম একাদশে সুযোগ পাননি তিনি। তার বড় কারণ তাঁর জঘন্য ব্যাটিং ফর্ম। শুক্রবার রাজস্থান রয়্যালস মুখোমুখি হয়েছিল গুজরাট টাইটানস দলের। এই মরশুমে ইতিমধ্যেই রাজস্থান রয়্যালস একবার হারিয়ে দিয়েছে গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটানস দলকে। এই মুহূর্তে গুজরাটের পয়েন্ট ছিল ১২। জয়পুরে গুজরাটকে, রাজস্থান হারাতে পারলে তারা লিগ তালিকার শীর্ষে চলে যেত। এই অবস্থায় অত্যন্ত বাজেভাবে হারের সম্মুখীন হতে হয়েছে তাদের।
এমন আবহেই ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে রিয়ান পরাগ জানিয়েছেন, ‘সময় এসেছে আমার এখন বেসিক জিনিসগুলো ঠিক করার।আমি জুবিন (ভারুচা) স্যারের সঙ্গে এখন দীর্ঘক্ষণ সময় কাটাচ্ছি। গত পাঁচ দিনে আমি একবারও অনুশীলন মিস করিনি। নেটে আমি দীর্ঘক্ষণ সময় কাটাচ্ছি। আমার বেসিকগুলো আরও শক্ত করতে হবে। আমি আমার শট খেলার পরিধি আরও বাড়াচ্ছি। আমার এই মুহূর্তে ফোকাস হল মাঠের বিভিন্ন দিকে বল মারা। আমার কাছে অপশন অনেক বেশি আমি খোলা রাখতে চাই। দলের হয়ে ম্যাচ জেতাই আমার লক্ষ্য। আমি যখন সুযোগ পাব তখন রাজস্থান রয়্যালসের ম্যাচ জেতার চেষ্টা করব। আমাদের শেষ কয়েকটা ম্যাচের মধ্যে তিনটে ম্যাচে জিততে হবে তাহলে আমরা প্রথম দুইয়ে শেষ করতে পারব।’
For all the latest Sports News Click Here