IPL 2023: প্লে-অফে কোন কোন টিম উঠবে? ভবিষ্যদ্বাণী ভাজ্জির, নেই KKR-এর নাম
২০২৩ আইপিএলের লিগ পর্বের ম্যাচগুলি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। প্লে-অফের জন্য কোন কোন টিম যোগ্যতা অর্জন করবে, তা নিয়ে বিস্তর কাটাছেঁড়া চলছে। হাড্ডাহাড্ডি লড়াইও চলছে সব দলের মধ্যেই। বর্তমানে, কোনও দলই প্লে-অফের জন্য যোগ্যতা অর্জন করেনি, এবং ১০টি দলই প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে।
লিগ টেবলের পুরো অঙ্কটাই যেন এই মুহূর্তে জটিল হয়ে রয়েছে। এখনও পর্যন্ত ন’টি ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স শীর্ষে রয়েছে। এবং শেষ চারে তাদের জায়গা করে নেওয়ার সেরা সুযোগও রয়েছে। তবে দিল্লি ক্যাপিটালস এবং সানরাইজার্স হায়দরাবাদ, যারা এখনও পর্যন্ত ন’টি ম্যাচের মধ্যে তিনটি জিতেছে এবং লিগ টেবলের শেষ দু’টি স্থানে রয়েছে। তারা বেশ চাপেই রয়েছে।
আরও পড়ুন: KKR আমাদের হারায়নি, আমরা হেরেছি- নাইটদের হেলাফেলা করলেন SRH কোচ লারা
তবে লিগ টেবলের এখন যা পরিস্থিতি, তাতে প্রতিটি ম্যাচই প্লে-অফের লড়াইয়ে থাকা প্রতিটি দলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। কোনও দল হোঁচট খাওয়া মানেই প্লে-অফের লড়াইয়ে অনেক পিছিয়ে পড়া বা ছিটকে যাওয়া। এরই মাঝে প্রাক্তন ভারতীয় স্পিনার হরভজন সিং, যিনি মুম্বই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্সের মতো দলের হয়ে আইপিএলে প্রতিনিধিত্ব করেছিলেন, তিনি চারটি দলের নাম বলেছেন, যাদের এই মরশুমে আইপিএল প্লে অফে পৌঁছানোর সম্ভাবনা সবচেয়ে বেশি। সেই চারটি দল কী জানেন?
আরও পড়ুন: রাহুলের চোট, WTC Final-এ স্ট্যান্ডবাই হিসেবে ঋদ্ধি নন, ডাক পেতে পারেন টেস্টের এক ইনিংস খেলা সূর্য
হরভজনের মতে, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স, মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস, রোহিত শর্মা মুম্বই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর শেষ চারে উঠবে। ভাজ্জি আশ্চর্যজনক ভাবে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালসকে বাদ দিয়েছেন, যারা গত বছর ফাইনালে পৌঁছেছিল। পাশাপাশি তিনি লখনউ সুপার জায়ান্টসের নাম নেননি। যারা এই মুহুর্তে পয়েন্ট টেবলের দুইয়ে রয়েছে। আর গত বছর লখনউ অভিষেকেই প্লে-অফে উঠেছিল। তবে তারা আরসিবি-র কাছে এলিমিনেটরে হেরে যায়।
স্টার স্পোর্টস শোতে কথা বলতে গিয়ে হরভজন বলেন, ‘আমার যা মনে হয়, গুজরাট টাইটান্স থাকবেই। দ্বিতীয় যে টিম, সেটা চেন্নাই। ওরাও অবশ্যই থাকবে। তৃতীয় দল হিসেবে থাকতে পারে মুম্বই ইন্ডিয়ান্স। যদিও এখন অনেকটাই পিছিয়ে ওরা, কিন্তু ঠিক উঠে আসবে। চতুর্থ দল হিসেবে থাকতে পারে আরসিবি। রাজস্থান হয়তো লড়াইয়ে থাকবে। কিন্তু শেষ পর্যন্ত কেউ না কেউ ওদের পিছনে ফেলবে। মুম্বই-ই ওদের ছাড়িয়ে যেতে পারে।’
For all the latest Sports News Click Here