IPL 2023: নেহালের রেকর্ড ভেঙে চলতি আইপিএলের সব থেকে বড় ছক্কা দুবের- ভিডিয়ো
চিপকে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে আইপিএল ২০২৩-এর ম্যাচে রুতুরাজ গায়কোয়াড় ও ডেভন কনওয়ে ওপেনিং জুটিতে চেন্নাইকে শক্ত ভিতে বসিয়ে দেন। ৯.১ ওভারে দলগত ১১০ রানের মাথায় সাজঘরে ফেরেন গায়কোয়াড়।
বড় রানের মঞ্চ প্রস্তুত ছিল। সিএসকের হাতে ছিল বেন স্টোকস, মইন আলির মতো বিগ হিটার। তা সত্ত্বেও চেন্নাই তিন নম্বরে ব্যাট করতে পাঠায় শিবম দুবেকে। ২৯ বছর বয়সী অল-রাউন্ডার বড় শট নিতে পারেন বলেই তাঁকে পিঞ্চ হিটার হিসেবে ব্যাটিং অর্ডারে প্রোমোশন দেয় চেন্নাই। টিম ম্যানেজমেন্টকে হতাশ করেননি দুবে।
তিনি মাত্র ১৬ বলে ২৭ রানের আগ্রাসী ইনিংস খেলে সাজঘরে ফেরেন। আউট হওয়ার আগে ১টি চার ও ৩টি বিশাল ছক্কা হাঁকান দুবে। শিবম ৪টি বাউন্ডারিই মারেন পরপর ৪টি বলে। ১২.৫ ওভারে যশ ঠাকুরের বলে ছক্কা মারেন তিনি। ঠাকুরের পরের বলে (১২.৬ ওভারে) চার মারেন দুবে।
শিবম দুবের ১০২ মিটারের বিশাল ছক্কার ভিডিয়ো দেখতে ক্লিক করুন এখানে
১৪তম ওভারে রবি বিষ্ণোইয়ের প্রথম বলে (১৩.১ ওভারে) সিঙ্গল নিয়ে দুবেকে স্ট্রাইক দেন মইন আলি। ১৩.২ ও ১৩.৩ ওভারে বিষ্ণোইয়ের বলে পরপর ২টি ছক্কা হাঁকান শিবম। যদিও ১৩.৫ ওভারে বিষ্ণোইয়ের বলেই মার্ক উডের হাতে ধরা পড়ে সাজঘরে ফিরতে হয় তাঁকে।
উল্লেখযোগ্য বিষয় হল, ১৩.২ ওভারে বিষ্ণোইয়ের বলে মারা দুবের ছক্কাটি এখনও পর্যন্ত চলতি আইপিএলের দীর্ঘতম ছক্কা। সেই ছক্কায় বল উড়ে যায় ১০২ মিটার দূরে। দুবে এক্ষেত্রে ভেঙে দেন মুম্বইয়ের নেহাল ওয়াধেরার রেকর্ড। রবিবার আরসিবির বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের তরুণ ব্যাটসম্যান ১০১ মিটারের বিরাট ছক্কা হাঁকিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন। তাঁর সেই কৃতিত্ব ঢাকা পড়ে যায় শিবমের আরও বড় ছক্কায়।
For all the latest Sports News Click Here