IPL 2023 নিলামের আগে মুখ খুললেন কিং খান, কী অবস্থা KKR-এর? জানুন বিস্তারিত
২০২৩ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলাম শুরু হওয়ার অপেক্ষা (আইপিএল)। ২৩ ডিসেম্বর বহু প্রতীক্ষিত নিলামের আসর বসবে। যদিও এ বারের নিলামের মেগা আসর বসছে না। ২০২৩ আইপিএলের মিনি নিলাম হবে। শুক্রবার নিলামে সমস্ত ফ্র্যাঞ্চাইজি দল তাদের পরিকল্পনা মতো টিম গুছিয়ে নেওয়ার শেষ সুযোগ পাবে।
এই নিলামের আগে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) কর্ণধার শাহরুখ খান তাঁর দলের পারফরম্যান্স নিয়ে ভালো লাগা, খারাপ লাগা ভাগ করে নিয়েছেন রবিন উত্থাপ্পার সঙ্গে। আর সেই ভিডিয়ো কিন্তু হুহু করে ভাইরাল হয়েছে।
শাহরুখ বলেছেন, ‘আমি কেকেআর ম্যাচ দেখে অনুপ্রাণিত হই, মাঝে মাঝে বিষণ্ণও হয়ে যাই (হাসতে হাসতে বলেছিলেন)। জ্ঞান তো আমি দিতেই পারি। তবে হারের পর আর আমার কিছুই ভালো লাগে না।’
যাইহোক এ বার নিলামের পর কেকেআর টিমের অবস্থা কী দাঁড়ায়, তা নিয়ে জল্পনা রয়েছে। শাহরুখ খানের টিমের হাতে কিন্তু খুব বেশি টাকা নেই। কিন্তু জায়গা ফাঁকা রয়েছে এখনও অনেকগুলো। কী স্ট্র্যাটেজিতে তারা টিম গুছিয়ে নেয়, সেটাই দেখার!
আরও পড়ুন: প্রায় ১ বছর ৯ মাস বাদে জাতীয় দলে ফিরলেন জোফ্রা, নিশ্চিন্ত হতে পারে MI
মিনি-নিলামের আগে কলকাতা নাইট রাইডার্সের যাবতীয় খুঁটিনাটি:
খেলোয়াড় ধরে রাখা হয়েছে: ১৪ জনকে
বিদেশি খেলোয়াড় ধরে রাখা হয়েছে: ৫ জনকে
এখনও পর্যন্ত টাকা খরচ হয়েছে: ৮৭.৯৫ কোটি
পার্সে রয়েছে: ৭.০৫ কোটি
জায়গা বাকি: ১১টি
বিদেশিদের জন্য জায়গা রয়েছে: ৩টি
আরও পড়ুন: IPL নিলামের আগে ১০৩ মিটারের ছক্কা KKR তারকা রাসেলের! বল গিয়ে পড়ল ছাদে: ভিডিয়ো
২০২৩ আইপিএল নিলামের আগে কেকেআর-এর ধরে রাখা স্কোয়াড: শ্রেয়স আইয়ার (অধিনায়ক), নীতিশ রানা, রহমানুল্লাহ গুরবাজ, বেঙ্কটেশ আইয়ার, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, শার্দুল ঠাকুর, লকি ফার্গুসন, উমেশ যাদব, টিম সাউদি, হর্ষিত চৈরাবরণ, আনোয়ার রানা, রিংকু সিং।
আইপিএল ২০২৩ নিলামের আগে কেকেআর-এর ট্রেড করা প্লেয়ার: শার্দুল ঠাকুর, রহমানুল্লাহ গুরবাজ, লকি ফার্গুসন।
২০২৩ আইপিএল নিলামের আগে কেকেআর-এর ছেড়ে দেওয়া প্লেয়ারের তালিকা: প্যাট কামিন্স (৭.২৫ কোটি), স্যাম বিলিংস (২ কোটি), আমন খান (২০ লক্ষ), শিবম মাভি (৭.২৫ কোটি), মহম্মদ নবি (১ কোটি), চমিকা করুণারত্নে (৫০ লাখ), অ্যারন ফিঞ্চ (১.৫ কোটি), অ্যালেক্স হেলস (১.৫ কোটি), অভিজিৎ তোমর (৪০ লাখ), অজিঙ্কা রাহানে (১ কোটি), অশোক শর্মা (২০ লাখ), বাবা ইন্দ্রজিৎ (২০ লাখ), প্রথম সিং (২০ লাখ), রমেশ কুমার (২০ লাখ), রশিখ সালাম (২০ লাখ), শেলডন জ্যাকসন (২০ লাখ)।
For all the latest Sports News Click Here