IPL 2023: ধোনির পরামর্শ অনুযায়ী খেলেই, মাহির ১১ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন রাহানে
স্পিনার রবীন্দ্র জাদেজা এবং মিচেল স্যান্টনারের স্পিনের জাদুতে শনিবার সন্ধ্যায় ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সকে (এমআই) ১১ বল বাকি থাকতে ৭ উইকেটে পরাজিত করে চেন্নাই সুপার কিংস (সিএসকে)। কিন্তু ২০২৩ আইপিএলে সিএকে-র-এর টানা দ্বিতীয় জয়ের মাঝে যেটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, তা হল অজিঙ্কা রাহানের দুরন্ত পারফরম্যান্স। ফ্র্যাঞ্চাইজির হয়ে অভিষেক ম্যাচেই রাহানে ঝড় তোলেন। আইপিএলের এই মরশুমে দ্রুততম হাফ-সেঞ্চুরির নজির গড়েন তিনি। তিনি সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ১১ বছরের পুরনো রেকর্ডও ভেঙে দেন।
আরও পড়ুন: লিগ টেবলে ফের শীর্ষে RR, বেগুনি টুপির লড়াইয়ে উডকে দুইয়ে নামালেন যুজি
মুম্বইয়ের দেওয়া ১৫৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে, চেন্নাই শুরুতেই প্রাথমিক ধাক্কা খায়। ফাস্ট বোলার জেসন বেহরেনডর্ফ সিএসকে-র ইনিংসের প্রথম ওভারের চতুর্থ বলেই ওপেনার ডেভন কনওয়েকে আউট করেন। তবে প্রাথমিত ধাক্কা সহজেই সামলে নেয় চেন্নাই. রুতুরাজ গায়কোয়াড়ের সঙ্গে অজিঙ্কা রাহানে জুটি বেধে চেন্নাইকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন জয়ের লক্ষ্যের দিকে। তারা ৮১ রানের জুটি গড়ে। তার মধ্যে রাহানেই ২৭ বলে ঝোড়ো ৬১ করে সাজঘরে ফেরার আগে চেন্নাইয়ের ভিত মজবুত করে দেন।
সিএসকে-র ইনিংসের চতুর্থ ওভারে আর্শাদ খানকে পিটিয়ে ২৩ রান নেন। সেখানেই অনেকটা এগিয়ে যায় চেন্নাই। রাহানে সেই ওভার ছক্কা হাঁকিয়ে শুরু করেছিলেন। এর পর তিনি টানা চারটি বাউন্ডারি মারেন। রাহানের মাত্র ১৯ বলে তাঁর হাফসেঞ্চুরি পূরণ করেন। ২০২২ সালে মইন আলিও ১৯ বলে হাফসেঞ্চুরি করেছিলেন। সে ক্ষেত্রে শনিবার সিএসকে-র ব্যাটার হিসেবে যৌথ-দ্বিতীয় দ্রুততম হাফসেঞ্চুরি করেন রাহানে। ২০১৪ সালে পঞ্জাব কিংসের বিরুদ্ধে সুরেশ রায়নার ১৬ বলের হাফসেঞ্চুরি এই তালিকার শীর্ষে রয়েছেন। ২০১২ সালে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সিএসকে-এর হয়ে ২০ বলে মহেন্দ্র সিং ধোনিও হাফসেঞ্চুরি করেছিলেন। তিনি রয়েছেন এই তালিকার তৃতীয় স্থানে। মুম্বইয়ের বিরুদ্ধে রাহানে ধোনির ১১ বছরের পুরনো রেকর্ড টপকে গেল।
আরও পড়ুন: টপ অর্ডার থেকে পেসারদের পারফরম্যান্স- GT-র বিরুদ্ধে ৫টি বিষয় মাথায় রাখতে হবে KKR-কে
ম্যাচের পর রাহানে বলেন, ‘আমি সব সময়ে ওয়াংখেড়েতে খেলা উপভোগ করি। আমি এখানে কখনও টেস্ট খেলিনি। আমি এখানে একটি টেস্ট খেলতে চাই। মাহি ভাই এবং ফ্লেমিং সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয় হল, ওরা সবাইকে স্বাধীনতা দেয়। মাহি ভাই আমাকে ভালো প্রস্তুতি নিতে বলেছেন।
শনিবার প্রথমে ব্যাট করে মুম্বই ইন্ডিয়ান্স ৮ উইকেটে ১৫৭ রান করেছিল। চেন্নাই সুপার কিংস ১১ বল বাকি থাকতেই ৩ উইকেটে ১৫৯ রান করে ফেলে। তারা ৭ উইকেটে ম্যাচটি জিতে যায়।
For all the latest Sports News Click Here