IPL 2023: দলে পাওয়ার দু মিনিটের মধ্যেই এসেছিল SKY-এর ফোন, MI-এ সূর্যের প্রিয়
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2023) ১৬তম মরশুমের উন্মাদনা ভক্তদের গ্রাস করেছে। একই সময়ে, ২৩ ডিসেম্বর কোচিতে অনুষ্ঠিত মিনি নিলামে, সমস্ত ফ্র্যাঞ্চাইজিও তাদের দলকে আরও মজবুত করে নিয়েছে। তাদের মধ্যে একটি দলের নাম হল পাঁচবারের আইপিএল বিজয়ী মুম্বই ইন্ডিয়ান্স (MI)। নিলামের সময় অনেক আনক্যাপড খেলোয়াড়ের ভাগ্য এই খুলে গিয়েছে। যার মধ্যে রয়েছেন তরুণ অলরাউন্ডার শামস মুলানিও। মুম্বই ইন্ডিয়ান্সের অংশ হওয়ার পর, তিনি টিম ইন্ডিয়ার বিস্ফোরক ব্যাটসম্যান এবং তাঁর বন্ধুতথা দাদা সুলভ সূর্যকুমার যাদব সম্পর্কে কথা বলেছেন।
আরও পড়ুন… IPL 2023: অশ্বিন ও কার্তিক আমায় মূল্যবান ইনপুট দিয়েছেন- KKR-এর নতুন তারকা নারায়ন জগদীশান
রোহিত শর্মার দল মুম্বই ইন্ডিয়ান্স শামস মুলানিকে তাদের শিবিরে ২০ লক্ষ টাকার বেস প্রাইসের মূল্যে অন্তর্ভুক্ত করেছে। তাঁকে বিড করার পর, ভারতের তারকা ব্যাটার সূর্যকুমার যাদব প্রথমে তাঁকে ফোন করে অভিনন্দন জানিয়েছিলেন, তাও আবার MI নেওয়ার মাত্র দুই মিনিটের মধ্যে। প্রকৃতপক্ষে, ঘরোয়া ক্রিকেটে মুম্বই দলের হয়ে দুজনেই একসঙ্গে খেলেছেন। সূর্য যে বন্ধুর এই সাফল্যে দারুণ খুশি হয়েছেন তাতে কোনও সন্দেহ নেই। যদিও শামস মুলানি প্রমাণ করেছেন যে তিনি কত বড় মাপের ক্রিকেটার। মুম্বইয়ের অংশ হওয়ার পর সূর্যকুমার যাদবের প্রতি প্রতিক্রিয়া জানিয়েছেন মুলানি। এছাড়া ক্রিকেট নিয়ে আলোচনার জন্য সূর্য তাঁকে অনেকবার ডিনারে ডেকেছেন বলেও জানা গিয়েছে।
আরও পড়ুন… শততম টেস্ট ও ওডিআই-তে শতরান, গ্রিনিজের রেকর্ড ছুঁলেন ওয়ার্নার, গড়লেন অসংখ্য নজির
স্পোর্টসকিডার সঙ্গে কথোপকথনের সময়, মুলানি বলেছিলেন, ‘মুম্বই ইন্ডিয়ান্স দ্বারা কেনার মাত্র দুই মিনিট পরে, সূর্য ভাই আমাকে ফোন করে অভিনন্দন জানান। মুম্বইয়ের হয়ে অভিষেকের পর থেকেই তিনি আমার যাত্রা সম্পর্কে অবগত আছেন। তিনি আমার কাছে বড় ভাইয়ের মতো, সবসময় আমাকে গাইড করেন। ক্রিকেট নিয়ে আলোচনা করার জন্য তিনি আমাকে অনেকবার ডিনারে আমন্ত্রণ জানিয়েছেন এবং সবসময় আমাকে সমর্থন করেছেন।’
তরুণ অলরাউন্ডার আরও বলেন, ‘ঘরের দর্শকদের সামনে মুম্বইয়ের হয়ে খেলাটা দারুণ হবে। আমি ওয়াংখেড়েতে অনেক ম্যাচ খেলেছি এবং আমি জানি পিচ কেমন। আমি চেষ্টা করব এটাকে কাজে লাগাতে এবং দলের প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে। ওয়াংখেড়েতে দর্শকদের ভিড়ের সামনে খেলাটাও দারুণ হতে চলেছে।’
For all the latest Sports News Click Here