IPL 2023: চাহারের চোট নিয়ে তুঙ্গে জল্পনা, ভুগছেন স্টোকসও, বিবৃতি দিল CSK
চেন্নাই সুপার কিংস (সিএসকে) শনিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে একটি দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে। চলতি আইপিএল মরশুমে এটি তাদের টানা দ্বিতীয় জয়। কিন্তু মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন দল একেবারেই স্বস্তিতে নেই।
থাকবেই বা কী করে! দলের দুই বড় তারকাই যে ডোবাচ্ছেন। তাও চোট পেয়ে। চোটের জেরে প্রায় সপ্তাহ খানেকের জন্য ছিটকে গেলেন ১৬.২৫ কোটির বেন স্টোকস। আর দীপক চাহার নতুন করে চোট পেয়েছেন। দীপক মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচের প্রথম ওভারে হ্যামস্ট্রিংয়ে চোট পান। তিনি আবার কবে ফিরতে পারবেন, তা নিয়ে প্রশ্ন রয়ে গিয়েছে।
চেন্নাই টিমের তরফেই প্লেয়ারদের চোট নিয়ে আপডেট দেওয়া হয়েছে। তবে মইন আলি ভালো রয়েছেন। তাঁকে পরের ম্যাচে পাওয়া যাবে।
আরও পড়ুন: চাহারের চোট নিয়ে তুঙ্গে জল্পনা, ভুগছেন স্টোকসও, বিবৃতি দিল CSK
সিএসকে প্রকাশ করেছে যে, শনিবার পায়ের আঙুলের চোটের কারণে বেন স্টোকস মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচ খেলতে পারেননি। শুক্রবারই শোনা গিয়েছিল, ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুশীলন সেশনে স্টোকসের গোড়ালিতে ব্যথা হচ্ছিল। এবং তাঁকে দশ দিনের বিশ্রামের পরামর্শ দেওয়া হয়। সেটাই রবিবার জানিয়ে দিল সিএসকে টিম ম্যানেজমেন্টও।
আইপিএলের শুরুটা একদমই আহামরি কিছু করতে পারেননি স্টোকস। দুই ম্যাচে মাত্র ২৬ (৭ ও ১৯) রান করেছেন তিনি। বল হাতে এক ওভারে লখনউয়ের বিরুদ্ধে ১৮ রান খরচ করেছিলেন। তবে স্টোকসের মতো অলরাউন্ডার যে কোনও দলেরই সম্পদ। তিনি দলকে ভারসাম্য প্রদান করেন। তাই ইংল্যান্ড তারকার না থাকাটা সিএসকের জন্য বড় ধাক্কা হতে চলেছে।
অন্যদিকে দীপক চাহার ম্যাচের প্রথম ওভারে পঞ্চম ডেলিভারি বল করার পর হ্যামস্ট্রিংয়ে চোট পান। দলের ফিজিয়োর সহায়তায় তিনি ওভারটি সম্পূর্ণ করেছিলেন, কিন্তু তার পরে মাঠের বাইরে চলে যান।
আরও পড়ুন: লিগ টেবলে ফের শীর্ষে RR, বেগুনি টুপির লড়াইয়ে উডকে দুইয়ে নামালেন যুজি
সিএসকে-র বিবৃতিতে বলা হয়েছে, ‘টিম চেন্নাইয়ে ফিরে আসার পর চোট কতটা গুরুতর, তা জানার জন্য চাহারের স্ক্যান করা হবে। চেন্নাই সুপার কিংসের মেডিক্যাল স্টাফেরা দুই খেলোয়াড়কে নিবিড় ভাবে পর্যবেক্ষণ করছে এবং তাঁরা যাতে দ্রুত চোট থেকে সেরে উঠতে পারেন, তার জন্য প্রয়োজনীয় সমস্ত সহায়তা প্রদান করা হবে।’
গত এক বছরে তৃতীয় বারের মতো হ্যামস্ট্রিং পেশিতে চোট পেলেন দীপক চাহার। ২০২২ ফেব্রুয়ারিতে তিনি একই রকমের চোট পেয়েছিলেন। এবং রিহ্যাব করার সময়ে, তার পিঠেও চোট লাগে। যার ফলে তিনি পুরো আইপিএল মরশুমটি মিস করেছিলেন এবং ছয় মাসের জন্য তিনি মাঠের বাইরে ছিটকে যান। চোট সারিয়ে ফিরে আসার মাত্র দুই মাস পর অক্টোবরে ফের পিঠের চোটের কারণে তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়েন। পরে গত বছরের ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে তিনি হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে প্রথম ওডিআই-এর পর ছিটকে যান। মাত্র তিন ওভার সেই ম্যাচে বল করেছিলেন চাহার। চোট সারিয়ে ফের ২০২৩ আইপিএলে দলে ফেরেন। আর আবার হ্যামস্ট্রিংয়ে চোট লেগে অনির্দিষ্টকালের জন্য তিনি ছিটকে গেলেন।
For all the latest Sports News Click Here