IPL 2023: কেনের চোটটা আমাদের কাছে বড় ধাক্কা- চিন্তায় পড়ে গিয়েছেন কিউয়ি কোচ
শুক্রবার আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংসকে (সিএসকে) পাঁচ উইকেটে পরাজিত করে ২০২৩ আইপিএলের শুরুটাও দুরন্ত ছন্দেই করল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। তবে জিতেও স্বস্তিতে থাকতে পারল না গুজরাট। তারা আইপিএলের প্রথম দিনই একটি বড় ধাক্কা খেয়েছে। চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচে ফিল্ডিং করার সময় হাঁটুতে চোট পান কেন উইলিয়ামসন। যে চোটকে ঘিরে তৈরি হয়েছে বড় জল্পনা। আর কেন উইলিয়ামসনের চোট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টেড।
সোশ্যাল মিডিয়াতে কেন উইলিয়ামসনের চোটের ছবি এবং ভিডিয়ো ভাইরাল হতেই আঁতকে উঠেছেন কিউয়ি কোচ। গ্যারি স্টেড বলেন, ‘ওর চোট দেখে মোটেও ভালো লাগছে না। তবে নিউজিল্যান্ডে বসে কিছু বলে দেওয়া সম্ভব নয়। আগামী কয়েক ঘণ্টা আমাদের প্রবল উৎকণ্ঠার মধ্যে কাটাতে হবে। কারণ সামনে একাধিক সিরিজ রয়েছে।’
আরও পড়ুন: ফুটবল ছেড়ে RCB-তে যোগ সুনীল ছেত্রীর, ডাইভ দিয়ে ক্যাচ ধরে চমকে দেন সকলকে- ভিডিয়ো
তিনি যোগ করেছেন, ‘আমাদের প্রথম চিন্তা, ওর চোট কতটা গুরুতর, সেটা নিয়ে। আমরা এখনও নিশ্চিত নই, ওর চোট কতটা গুরুতর। আগামী ২৪-৪৮ ঘণ্টার মধ্যে ওকে মূল্যায়ন করা হবে। তার পরে আমরা আরও জানতে পারব।’
চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচে অনেকটা লাফিয়ে একটি ছয় বাঁচানোর চেষ্টা করেছিলেন উইলিয়ামসন। ছয় বাঁচাতে পারলেও, মাটিতে পড়ার সময়ে হাঁটুতে চোট পান তিনি। তাঁর মুখে যন্ত্রণার ছাপ ছিল স্পষ্ট। ডিপ স্কোয়ার লেগে ফিল্ডিং করার সময় অনেকটা লাফিয়ে উড়ে আসা বল ধরলেও মাটিতে নামার সময় উইলিয়ামসনের পা ঠিক মতো পড়েনি। যার জেরেই তিনি গুরুতর চোট পান।
আরও পড়ুন: ধোনির চোট নিয়ে উদ্বিগ্ন সবাই, কতটা গুরুতর, রহস্য ফাঁস CSK কোচের
এর পর মাঠেই ছুটে আসেন দু’দলের ফিজিও। তাঁরা প্রাথমিক চিকিৎসাও করে। কিন্তু সিএসকে-র ইনিংসের ১৩তম ওভারে এই চোট পাওয়ার পর ফিজিয়োদের কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়তে হয় উইলিয়ামসনকে। পরে আর দলের হয়ে ব্যাট করতে পারেননি তিনি। তাঁর বদলে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে সাই সুদর্শনকে খেলায় গুজরাট।
চেন্নাইকে হারানোর পরে উইলিয়ামসনের চোটের বিষয়ে কথা বলতে গিয়ে হার্দিক জানিয়েছিলেন যে, টিম ম্যানেজমেন্ট বর্তমানে তাঁর স্ক্যান রিপোর্ট আসার জন্য অপেক্ষা করছে। তিনি বলেন, ‘নিশ্চিত ভাবে হাঁটুতে চোট লেগেছে। কিন্তু ঠিক কী ঘটেছে, সেই সম্পর্কে আমার কাছে কোনও আপডেট নেই। আমি জানি না, চোটটি কতটা গুরুতর এবং কত দিন সময় লাগবে (সারতে)। আমি শুধু ওকে মেসেজ দিয়েছিলাম। ও (উইলিয়ামসন) স্ক্যানের জন্য গিয়েছে, একবার স্ক্যান করে ফিরে আসার পর জানতে পারব, ডাক্তাররা (তাকে) পরীক্ষা করে কী বলছেন।’
For all the latest Sports News Click Here