IPL 2023 কি আবার ধোনির ‘হেলিকপ্টার’ শট দেখা যাবে? রহস্য থেকে পর্দা তুললেন মাহি
২০২৩ সালের আইপিএলে কি এমএস ধোনির ‘হেলিকপ্টার’ শট দেখা যাবে! সেই রহস্য থেকে পর্দা তুললেন মাহি নিজেই। পরের বছরের আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের হলুদ জার্সিতেই দেখা ভারতের প্রাক্তন অধিনায়ককে। নিজেই এই বিষয়ে বিবৃতি দিয়েছেন ধোনি।
মহেন্দ্র সিং ধোনি ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন। কিন্তু তারপর থেকে তাঁকে শুধুমাত্র আইপিএল খেলতেই দেখা গিয়েছে। তবে ২০২৩ আইপিএল এর আগে, এমন ধরণের খবর উড়ে আসছিল যেখানে শোনা গিয়েছিল এমএস ধোনি সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিতে পারেন। তবে সত্যটা ছিল অন্য কিছুই। এমএস ধোনি নিজেই নিশ্চিত করেছেন যে আগামী বছর চেন্নাইয়ের চিপ্পক স্টেডিয়ামে তাঁকে আইপিএল খেলতে দেখা যাবে।
আরও পড়ুন… পেটের মধ্যে যেন প্রজাপতি উড়ছিল- অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম অনুশীলন শেষে কী বললেন সূর্য
আসলে,এমএস ধোনি সম্প্রতি চেন্নাই গিয়েছিলেন। যেখানে ধোনিকে ঘিরে ছিল তাঁর ভক্তদের উন্মাদনা। এদিকে, যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি ২০২৩ আইপিএল এ খেলবে কিনা, তখন ধোনি উত্তর দিয়েছিলেন, যে তিনি পরের বছরে চিপ্পকে ফিরে আসবেন। মাহি জানিয়েছিলেন, ‘আমরা পরের বছর চিপ্পকে ফিরে আসব।’ ধোনির এই বক্তব্য চেন্নাই সুপার কিংস অর্থাৎ CSK-এর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে শেয়ার করা হয়েছে। এর সঙ্গেই মহেন্দ্র সিং ধোনির একটি ছবিও শেয়ার করা হয়েছে।
আমরা আপনাকে বলে রাখি যে, চেন্নাইয়ের চিপ্পক স্টেডিয়ামে বহু দিন ধরেই চেন্নাই সুপার কিংসের আইপিএল-এর কোনও ম্যাচই অনুষ্ঠিত হয়নি। করোনার সময়কালে চিপ্পক তাঁর নায়কদের নিজের মাঠে খেলতে দেখতে পায়নি। দীর্ঘদিন ধরে এই মাঠে খেলা না হওয়ারকারণ হল করোনা। ২০২০ এবং ২০২১ মরশুমের অর্ধেক ম্যাচ সংযুক্ত আরব আমির শাহিতে খেলা হয়েছিল। যেখানে ২০২২ মরশুমের জন্য ভিন্ন ধরণের খেলা হয়েছিল। বায়ো-বাবল তৈরি করা হয়েছিল, যে কারণে চেন্নাই আইপিএল ম্যাচের আয়োজন করতে পারেনি।
আরও পড়ুন… প্রশ্ন করার আগে বিষয়টি দেখে নেবেন, হঠাৎ কেন চটলেন শার্দুল ঠাকুর
যাইহোক, এখন স্টেডিয়াম প্রস্তুত করা হচ্ছে। বিসিসিআই জানিয়েছে যে ২০২৩ আইপিএল পুরানো ধাঁচেই খেলা হবে। অর্থাৎ হোম এবং অ্যাওয়ে নিয়মেই খেলা আয়োজন করা হবে। এরপরেই প্রত্যেক দলের হোম গ্রাউন্ড সেজে উঠছে। এই খবরের পরে ভক্তদের মুখেও হাসি ফুটেছে। কারণ তাদের প্রিয় দল তাদের ঘরের মাঠে খেলবে। এমন অবস্থায় ধোনির এই বার্তা চেন্নাই সমর্থকদের খুশিকে ডবল করে দিয়েছে। কারণ ২০২৩ সালে চিপ্পকে CSK-এর আইপিএল ম্যাচ অনুষ্ঠিত হবে। এবং হলুদ জার্সিতে দেখা যাবে প্রিয় মহেন্দ্র সিং ধোনিকে।
For all the latest Sports News Click Here