IPL 2023: ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে খর্ব হবে অলরাউন্ডারদের ভূমিকা,দাবি DC কোচের
শুভব্রত মুখার্জি: আইপিএলের আসন্ন মরশুম থেকেই ক্রিকেটের নতুন নিয়ম জুড়তে চলেছে। যার মধ্যে গুরুত্বপূর্ণ পরিবর্তন হচ্ছে ইমপ্যাক্ট ক্রিকেটারের নিয়মটি। যেখানে ইনিংসের ২০ ওভার পর্যন্ত যে কোনও সময়ে কোনও দল চাইলে, একজন ব্যাটার বা বোলারকে তাদের ইচ্ছে মতন ম্যাচের পরিস্থিতি অনুযায়ী পরিবর্তন করতে পারে। দিল্লি ক্যাপিটালস কোচ তথা বিশ্বজয়ী প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিং মনে করেন, এই নিয়মের পরিবর্তনে খর্ব হতে চলেছে অলরাউন্ডারদের ভূমিকা! ‘বিটস অ্যান্ড পিসেস’ অর্থাৎ ব্যাটিং বা বোলিং অলরাউন্ডারদের ভূমিকা অনেকটাই কমে যেতে পারে বলে তাঁর মত।
আরও পড়ুন: বুমরাহ, পন্ত, শ্রেয়স, জেমিসন- IPL শুরুর আগেই গুচ্ছ প্লেয়ারের চোট, সমস্যায় কোন কোন দল
রিকির মতে, এই নিয়মের ফলে টিম কম্বিনেশন এবং ম্যাচের পরিকল্পনা দুই ক্ষেত্রেই প্রভাবিত হতে পারে। ইমপ্যাক্ট ক্রিকেটারকে অবশ্যই ভারতীয় ক্রিকেটার হতে হবে। বিদেশি ক্রিকেটার তখনই ব্যবহার করা যাবে, যখন প্রথম একাদশে চার জনের কম বিদেশি থাকবেন। দিল্লিতে এক অনুষ্ঠানে এই নয়া নিয়ম নিয়ে বলতে গিয়ে পন্টিং বলেন, ‘এই নিয়ম অনেকটাই নির্ভর করছে আমরা প্রথমে ব্যাট করছি না, বল করছি তার উপরে। ফলে টসের সময়ে আমাদের কাছে দু’টি দল থাকবে। একটি পৃথক দল থাকবে প্রথমে ব্যাটিং করলে, আর অন্যটি তৈরি থাকবে প্রথমে বোলিং করতে হলে। যদি প্রথমে ব্যাট করি, স্বাভাবিক ভাবেই একজন ব্যাটারকেই পরিবর্তন করে নেব। যদি তাড়াতাড়ি উইকেট হারাই সে ক্ষেত্রে টপ অর্ডারের একজন ব্যাটারকে পরিবর্ত হিসেবে দলে আনব। ফলে একাধিক উপায় আছে পরিবর্ত ক্রিকেটারকে ব্যবহারের।’
আরও পড়ুন: ধোনির এখন যা বয়স… CSK-কে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন হেডেন
তিনি আরও যোগ করেন, ‘এই নিয়ম আসলে অলরাউন্ডারদের ভূমিকাকেই অনেকটা খর্ব করে দেবে। ফলে বিশ্বমানের অলরাউন্ডার না হলে সেই গুরুত্বটা থাকবে না। সেটা হলেই তখন হয় ব্যাটার না হয় বোলার হিসেবে দলে জায়গা হবে। ‘বিটস অ্যান্ড পিসেস’ ক্রিকেটাররা এই সুযোগটা পাবে না। ফলে এই বছর আমরা হয়তো এটা দেখব, যে সব ক্রিকেটার হয়তো সাতে ব্যাট করছে। বল হাতে এক বা দুই ওভার করছে, তাদেরকে ম্যাচে খুব কম ব্যবহার করা হবে। কারণ ওদের প্রয়োজনীয়তা অনেকটাই কমে যাবে।’
মিচেল মার্শ সম্বন্ধে বলতে গিয়ে রিকি পন্টিং আবার বলেছেন, ‘অস্ট্রেলিয়াতে তিন -চার মাস ওকে বিশ্রামে থাকতে হয়েছে। দলের বাইরে ছিল মিচেল। নভেম্বর মাসে ওর যে গোড়ালি অপারেশন হয়েছিল, তার থেকে মিচেল এখন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে। যদিও এখনও কোনও ম্যাচে মিচেল বল করেনি, তবে নেটে ৫-৬ সপ্তাহ ধরেই বল করছে ও। আমাদের দলে মিচেলের যে রোলটা রয়েছে, তাতে ওকে কয়েক ওভার বল করতে হবে। এটা মিচেল নিজেও জানে এবং অবশ্যই বোঝে।’
For all the latest Sports News Click Here