IPL 2023: অনুশীলনে যোগ বিরাটের,কোহলি-কোহলি শব্দব্রহ্মে কাঁপল চিন্নাস্বামী- ভিডিয়ো
হাতে গোনা আর ক’টা দিন। তার পরেই ৩১ মার্চ থেকে শুরু হয়ে যাবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। ২০২৩-এর ব্লকবাস্টার সংস্করণ ঘিরে উন্মাদনা বাড়তে শুরু করেছে। প্রথম ম্যাচ আমেদাবাদে। মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স এবং চেন্নাই সুপার কিংস।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি) আবার তাদের অভিযান শুরু করবে ঘরের মাঠে ২ এপ্রিল। পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। তার আগে জোরদার প্রস্তুতিতে ব্যস্ত আরসিবি শিবির।
আরও পড়ুন: বুমরাহ, পন্ত, শ্রেয়স, জেমিসন- IPL শুরুর আগেই গুচ্ছ প্লেয়ারের চোট, সমস্যায় কোন কোন দল
এ দিকে শনিবার (২৫ মার্চ) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টিমে যোগ দিয়েছিলেন বিরাট কোহলি। আর রবিবার থেকে চিন্নাস্বামীতে শুরু করে দিলেন প্রস্তুতি। তবে কোহলি যখন হোম গ্রাউন্ডে পৌঁছান, তখন তাঁকে নিয়ে আবেগে ভাসেন চিন্নাস্বামীতে উপস্থিত কোহলি ভক্তরা। আরসিবি-র প্রাক্তন অধিনায়ককে উচ্ছ্বসিত হয়ে অভ্যর্থনা জানান ভক্তরা। ক্যামেরা তাঁকে ঘিরে রেখেছিল। গ্যালারি থেকে ভেসে আসছিল ‘কোহলি কোহলি’ শব্দব্রহ্ম।
কোহলি সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে খেলেছেন। তার পর পরিবারের সঙ্গে ২টো দিন কাটিয়ে তিনি আরসিবি শিবিরে যোগ দেন। তাঁকে ঘিরে এ বার প্রত্যাশার পারদ আকাশছোঁয়া। আসলে কোহলি ফর্মে ফেরার কারণেই আরসিবি সমর্থকেরা নতুন করে স্বপ্নের জাল বুনছেন।
আরও পড়ুন: ধোনির এখন যা বয়স… CSK-কে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন হেডেন
এ দিন গ্লেন ম্যাক্সওয়েল অনুশীলন সেশনে উপস্থিত ছিলেন এবং অজি অলরাউন্ডারের সঙ্গে দীর্ঘক্ষণ কোহলিকে কথা বলতে দেখা যায়। গত বছর এক বন্ধুর জন্মদিনের পার্টিতে গিয়ে গ্লেন ম্যাক্সওয়েল পা ভেঙেছিলেন। অস্ত্রোপচার এবং দীর্ঘ রিহ্যাবের পর পর তিনি ফের ২২ গজে ফিরেছেন। তবে দেশের হয়ে এখনও খেলেননি। তিনি অবশ্য ভারতে ওডিআই সিরিজের জন্য অস্ট্রেলিয়া দলে ফিরেছিলেন। কিন্তু কোনও ম্যাচ খেলেননি। ফিট থাকলে চোট থেকে সেরে ওঠার পর আরসিবি-র জার্সিতেই প্রথম বার খেলতে নামবেন ম্যাক্সি। যদিও তিনি নিজেই জানিয়েছিলেন, এখনও তিনি পুরো ফিট নন।
এদিকে বিরাট তাঁর গত ১৫ বছরের আইপিএল ক্যারিয়ারে ট্রফি জিততে পারেননি। এ বার কি সেই খরা কাটাতে পারবেন? আরসিবি-র হয়ে এখনও পর্যন্ত ২২৩টি ম্যাচ খেলেছেন বিরাট। তাঁর মোট রান ৬৬২৪। গড় ৩৬.২০। স্ট্রাইক রেট ১২৯.১৫। সর্বাধিক স্কোর ১১৩। গত বার আরসিবি-র অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন বিরাট। এ বার আইপিএল খেলতে নামার আগে আন্তর্জাতিক মঞ্চের তিন ফর্ম্যাটেই সেঞ্চুরি হাঁকিয়েছেন বিরাট। তাই চাপমুক্ত হয়েই আইপিএলের মঞ্চে কোহলি ঝড় তুলবেন বলে আশায় সকলে।
For all the latest Sports News Click Here