IPL 2023: মূল স্কোয়াড ধরেই রেখেছিল RCB, ব্যাকআপ পেল নিলামে, দেখুন সম্ভাব্য একাদশ
আরসিবির কাছে আইপিএল ২০২৩-এর মিনি নিলাম খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল না। কেননা মূল স্কোয়াড নিয়ে অকারণ কাটা-ছেঁড়ার রাস্তায় হাঁটেনি তারা। নিলামের আগে দলের প্রধান ক্রিকেটারদের ধরে রাখে ব্যাঙ্গালোর।
সেদিক থেকে দেখতে গেলে নিলাম থেকে ব্যাকআপ ক্রিকেটার সংগ্রহ করে রয়্যাল চ্যালেঞ্জার্স। ধরে রাখা ক্রিকেটারদের মধ্য থেকেই আরসিবি তাদের প্রথম একাদশ গড়ে নিতে পারে অনায়াসে এবং সেই সম্ভাবনাই প্রবল।
প্রথমত, ব্যাঙ্গালোরের স্কোয়াডে আগে থেকেই ডু’প্লেসি, ম্যাক্সওয়েল, হাসারাঙ্গা ও হ্যাজেলউডের মতো চারজন বিদেশি ক্রিকেটার রয়েছেন, যাঁরা প্রথম একাদশে কার্যত নিশ্চিত। প্রয়োজনের খাতিরে হ্যাজেলউডের বিকল্প হিসেবে রিস টপলিকে ব্যবহার করতে পারে তারা। যেহেতু ব্যাঙ্গালোরের হাতে মহম্মদ সিরাজ, আকাশ দীপ, হার্ষাল প্যাটেলের মতো ভারতীয় পেসার রয়েছেন, তাই দরকার পড়লে হ্যাজেলউডের বদলে বাড়তি ব্যাটসম্যান হিসেবে উইল জ্যাকসকে খেলাতে পারে আরসিবি।
আরও পড়ুন:- IPL 2023 Auction: আইপিএল নিলামের ‘চৈত্র সেলে’ সস্তায় বিকলেন কিউয়িরা, ‘ডিসকাউন্ট’ মিলল দেদার
প্রথম একাদশে একজন বড়তি ভারতীয় অল-রাউন্ডার খেলানোর বিকল্প খোলা রাখতেই ব্যাঙ্গালোর দলে নিয়েছে সনু যাদব, মনোজদের। না হলে প্লেয়িং ইলেভেন নিয়ে কোহলিদের পরীক্ষা নিরীক্ষার জায়গা নিতান্ত কম। আরসিবি নিলাম থেকে ভালো মানের ব্যাটসম্যান নেয়নি। যার অর্থ, বিরাট কোহলির ওপেন করতে নামার সম্ভাবনা প্রবল।
টপ অর্ডারে কোহলি ও ফ্যাফ ডু’প্লেসির সঙ্গে রজত পতিদারকে দেখতে পাওয়া কার্যত নিশ্চিত। ম্যাক্সওয়েল, দীনেশ কার্তিক, হাসারাঙ্গা, শাবহাজকেও প্রথম একাদশে রেখে দল সাজাবে তারা। প্লেয়িং ইলেভেনে মাত্র একটি জায়গা খালি দেখাচ্ছে। সেটার জন্য তরুণ ভারতীয় ক্রিকেটাররা লড়াই চালাবেন নিজেদের মধ্যে।
আরও পড়ুন:- ‘অবসর নিয়েছি, সাপোর্ট স্টাফ হিসেবে আমাকে দলে নিতে পারো’, গুজরাট কোচ নেহরাকে মজার ছলে অনুরোধ প্রাক্তন তারকার: ভিডিয়ো
নিলাম থেকে কাদের দলে নেয় আরসিবি: আইপিএলের মিনি নিলাম থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলে নেয় উইল জ্যাকস, রিস টপলি, রাজন কুমার, অবিনাশ সিং, সনু যাদব, হিমাংশু শর্মা ও মনোজ ভান্দাগেকে।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কাদের ধরে রাখে: নিলামের আগে আরসিবি ধরে রাখে ফ্যাফ ডু’প্লেসি, বিরাট কোহলি, সূয়াস প্রভুদেশাই, রজত পতিদার, দীনেশ কার্তিক, অনূজ রাওয়াত, ফিন অ্যালেন, গ্লেন ম্যাক্সওয়েল, ওয়ানিন্দু হাসারাঙ্গা, শাহবাজ আহমেদ, হার্ষাল প্যাটেল, ডেভিড উইলি, করণ শর্মা, মহীপাল লোমরের, মহম্মদ সিরাজ, জোশ হ্যাজেলউড, সিদ্ধার্থ কউল ও আকাশ দীপকে।
আরসিরিবর সম্ভাব্য প্রথম একাদশ: ফ্যাফ ডু’প্লেসি, বিরাট কোহলি, রজত পতিদার, গ্লেন ম্য়াক্সওয়েল, মহীপাল লোমরোর, দীনেশ কার্তিক, ওয়ানিন্দু হাসারাঙ্গা, শাহবাজ আহমেদ, জোশ হ্যাজেলউড, হার্ষাল প্যাটেল, মহম্মদ সিরাজ।
For all the latest Sports News Click Here