IPL 2022 Qualifier 2 Live: ডু’প্লেসিকে ফেরালেন ম্যাকয়, দুই ওপেনারকে হারাল আরসিবি
লাইভ আপডেটস
Updated: 27 May 2022, 08:22 PM IST
- শুরুতেই কোহলির উইকেট তুলে নেন প্রসিধ কৃষ্ণা।
২০১৬-র পরে ফের আইপিএলের ফাইনালে ওঠার হাতছানি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সামনে। দীর্ঘদিন পরে এলিমিনেটরের বাধা টপকাতে সক্ষম হওয়া বিরাট কোহলিরা কোনওভাবেই পিছন ফিরে তাকাতে রাজি নন। অন্যদিকে উদ্বোধনী মরশুমে আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পরে ফের খেতাবি লড়াইয়ের টিকিট হাতে পেরে মরিয়া রাজস্থান রয়্যালস। প্রথম কোয়ালিফায়ারে সঞ্জু স্যামসনদের হারতে হলেও তাঁদের তুলনায় ধারাবাহিক দেখিয়েছে চলতি আইপিএলে। আরসিবি এলিমিনেটরে জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে রেখেছে। সুতরাং, দ্বিতীয় কোয়ালিফায়ারে ব্যাট-বলের কড়া টক্করের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।
ডু’প্লেসি আউট
১০.৪ ওভারে ওবেদ ম্যাকয়ের বলে অশ্বিনের হাতে ধরা পড়েন ফ্যাফ ডু’প্লেসি। ৩টি বাউন্ডারির সাহায্যে ২৭ বলে ২৫ রান করে মাঠ ছাড়েন আরসিবি দলনায়ক। ব্যাঙ্গালোর ৭৯ রানে ২ উইকেট হারায়। ব্যাট হাতে ক্রিজে আসেন গ্লেন ম্যাক্সওয়েল।
১০ ওভারে আরসিবির স্কোর ১ উইকেটে ৭৪
অর্ধেক ইনিংস শেষ। ১০ ওভার শেষে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ১ উইকেট হারিয়ে ৭৪ রান সংগ্রহ করেছে। ২৭ বলে ৩২ রান করেছেন রজত পতিদার। ২৫ বলে ২৫ রান করেছেন ফ্যাফ ডু’প্লেসি।
৮ ওভারে আরসিবির স্কোর ১ উইকেটে ৫৮
৮ ওভার শেষে আরসিবির স্কোর ১ উইকেটে ৫৮ রান। ১৯ বলে ২০ রান করেছেন রজত। ডু’প্লেসি ২১ বলে ২২ রান করেছেন। দুই তারকাই ৩টি করে চার মেরেছেন।
জীবনদান পেলেন রজত
৫.৫ ওভারে প্রসিধ কৃষ্ণার বলে রজত পতিদারের সহজ ক্যাচ ছাড়েন রিয়ান পরাগ। পাওয়ার প্লে-র ৬ ওভারে আরসিবি ১ উইকেটে ৪৬ রান সংগ্রহ করেছে। ১৩ বলে ১৪ রান করেছেন রজত। ১৫ বলে ১৭ রান করেছেন ডু’প্লেসি।
৪ ওভারে আরসিবির স্কোর ১ উইকেটে ২৫
৪ ওভার শেষে আরসিবির স্কোর ১ উইকেটে ২৫ রান। ৭ বলে ৪ রান করেছেন রজত। ডু’প্লেসি ৯ বলে ৬ রান করেছেন।
কোহলি আউট
গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাট হাতে রং ছড়াতে পারলেন না বিরাট কোহলি। ১.৫ ওভারে প্রসিধ কৃষ্ণার বলে স্যামসনের দস্তানায় ধরা দেন বিরাট। ৮ বলে ৭ রান করে মাঠ ছাড়েন কোহলি। ব্যাঙ্গালোর ৯ রানে ১ উইকেট হারায় ব্যাট হাতে ক্রিজে আসেন এলিমিনেটরের নায়ক রজত পতিদার।
ম্যাচ শুরু
আরসিবির হয়ে ওপেন করতে নামেন বিরাট কোহলি ও ফ্যাফ ডু’প্লেসি। রাজস্থানের হয়ে বোলিং শুরু করেন ট্রেন্ট বোল্ট। দ্বিতীয় বলে ১ রান নিয়ে খাতা খোলেন কোহলি। তৃতীয় বলে ১ রন নেন ডু’প্লেসি। শেষ বলে ছক্কা মারেন কোহলি। প্রথম ওভারে ৮ রান ওঠে।
আরসিবির প্রথম একাদশ
বিরাট কোহলি, ফ্যাফ ডু’প্লেসি (ক্যাপ্টেন), রজত পতিদার, গ্লেন ম্যাক্সওয়েল, মহীপাল লোমরোর, শাহবাজ আহমেদ, দীনেশ কার্তিক (উইকেটকিপার), হার্ষাল প্যাটেল, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহম্মদ সিরাজ ও জোস হ্যাজেলউড।
রাজস্থানের প্রথম একাদশ
জোস বাটলার, যশস্বী জসওয়াল, সঞ্জু স্যামসন (ক্যাপ্টেন ও উইকেটকিপার), দেবদূত পাডিক্কাল, শিমরন হেতমায়ের, রিয়ান পরাগ, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, ওবেদ ম্যাকয়, যুজবেন্দ্র চাহাল ও প্রসিধ কৃষ্ণা।
টস জিতল রাজস্থান
আরসিবির বিরুদ্ধে আইপিএল ২০২২-এর দ্বিতীয় কোয়ালিফায়ারে টস জিতল রাজস্থান রয়্যালস। টস জিতে সঞ্জু স্যামসন শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান ব্যাঙ্গালোরকে। দু’দলই অপরিবর্তিত প্রথম একাদশে মাঠে নামে।
প্লে-অফের ফল
রাজস্থান রয়্যালস প্রথম কোয়ালিফায়ারে গুজরাট টাইটানসের কাছে হেরে যায়। অন্যদিকে এলিমিনেটরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর হারিয়ে দেয় লখনউ সুপার জায়ান্টসকে।
লিগের অবস্থান
রাজস্থান রয়্যালস লিগের ১৪ ম্যাচের ৯টিতে জয় তুলে নেয়। তারা ১৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থেকে প্লে-অফে প্রবেশ করে। অন্যদিকে, আরসিবি লিগের ১৪ ম্য়াচের মধ্যে ৮টি ম্যাচে জয় তুলে নেয়। তারা ১৬ পয়েন্ট নিয়ে চার নম্বর দল হিসেবে প্লে-অফের টিকিট পকেটে পোরে।
অধরা খেতাবের খোঁজে কোহলিরা
প্রথমবার আইপিএলে অংশ নিয়েই ফাইনালে উঠেছে গুজরাট টাইটানস। অন্যদিকে রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর শুরু থেকে আইপিএল খেললেও তারা খুব বেশি সাফল্য পায়নি। রাজস্থান তবু উদ্বোধনী মরশুমে খেতাব জিতেছে। ব্যাঙ্গালোরের হাত খালি এখনও। এবার আইপিএলের অধরা ট্রফিটাই হাতে তুলতে মরিয়া কোহলিরা। তার আগে খেতাবি লড়াইয়ের টিকিট হাতে পেতে চোয়ালচাপা লড়াই চালাবে আরসিবি।
For all the latest Sports News Click Here