IPL 2022 Points Table: দিল্লিকে উড়িয়ে পয়েন্ট টেবিলে KKR-কে টপকে গেল CSK
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে দাপুটে জয়ের সুবাদে আইপিএল ২০২২-এর পয়েন্ট টেবিলে কলকাতা নাইট রাইডার্সকে টপকে গেল চেন্নাই সুপার কিংস। কেকেআরকে পিছনে ফেলে লিগ টেবিলের আট নম্বরে উঠে আসেন ধোনিরা।
অন্যদিকে, দিনের অপর লিগ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে প্রথম চারে নিজেদের জায়গা মজবুত করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দিল্লি ও হায়দরাবাদ বড় ব্যবধানে হারলেও আপাতত পয়েন্ট টেবিলে তাদের অবস্থান বদল হয়নি। দিল্লি যথারীতি ৫ নম্বরে রয়েছে। ছয় নম্বরে অবস্থান করছে হায়দরাবাদ। সাতে রয়েছে পঞ্জাব কিংস।
আরও পড়ুন:- CSK vs DC: টিম গেম কাকে বলে দেখাল চেন্নাই, দিল্লির বিরুদ্ধে IPL 2022-এর সব থেকে বড় জয় ধোনিদের
আগের মতোই লিগ টেবিলের এক নম্বরে রয়েছে লখনউ সুপার জায়ান্টস। দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাট টাইটানস। তিন নম্বরে অবস্থান করছে রাজস্থান রয়্যাস। আরসিবি রয়েছে চার নম্বরে।
আরও পড়ুন:- SRH vs RCB: একাই ৫ উইকেট ১০.৭৫ কোটির হাসারাঙ্গার, হায়দরাবাদকে হারিয়ে প্লে-অফের পথে বড়সড় পদক্ষেপ আরসিবির
চেন্নাই লিগ টেবিলে লাফ দেওয়ায় কলকাতা নাইট রাইডার্সকে নেমে যেতে হয় নয় নম্বরে। তাদের পিছনে রয়েছে কেবল মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত শর্মারা যথারীতি লিগ টেবিলের একেবারে শেষে ১০ নম্বরে অবস্থান করছেন।
For all the latest Sports News Click Here