IPL 2022: KKR-কে ফের হারাতে মরিয়া, CSK-এর একাদশ কী হবে, শক্তি, দুর্বলতাই বা কী?
চার বারের চ্যাম্পিয়নরা এ বার আইপিএল অভিযান শুরু করছে ২৬ মার্চ। তাও কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে। যাদের গত বার আইপিএলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মহেন্দ্র সিং ধোনির টিম। এ বার পঞ্চম বার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই নামছে সিএসকে। তারা মুম্বই ইন্ডিয়ান্সের পাঁচ বার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড স্পর্শ করতে চায়। চ্যাম্পিয়ন হওয়ার নিরিখে মুম্বইয়ের থেকে কিছুটা পিছিয়ে থাকলেও সব দিক বিচার করলে কিন্তু আইপিএলের সফলতম টিম চেন্নাই সুপার কিংস-ই।
আইপিএল চ্যাম্পিয়ন: ২০১০, ২০১১, ২০১৮, ২০২১ মোট চার বার ধোনির নেতৃত্বে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই। এ বার পঞ্চম বার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য সিএসকে-এর।
দলের শক্তি: অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ঠাণ্ডা মাথার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই সবচেয়ে বড় চেন্নাইয়ের। পাশাপাশি চেন্নাই এ বার প্রায় গত বারের দলই ধরে রাখার চেষ্টা করেছে। যদিও প্রথম ম্যাচ, বা পরবর্তী কিছু ম্যাচে দলে বেশ কিছু নির্ভরযোগ্য তারকা প্লেয়ারদের পাওয়া যাবে না। তবে চোটের আশঙ্কা থেকে দলকে মুক্তি দিয়ে প্রথম ম্যাচ থেকেই পাওয়া যাবে রুতুরাজ গায়কোয়াড়কে। রবীন্দ্র জাদেজাও দুরন্ত ছন্দে রয়েছেন। ভারতীয় তরুণ শিবম দুবের দিকেও নজর থাকবে।
দলের দুর্বলতা: শার্দুল ঠাকুরের মতো তারকা না থাকায় গত বারের তুলনায় এ বার চেন্নাইয়ের বোলিং লাইন আপ তুলনামূলক দুর্বল। কারণ দীপক চাহারের চোটই সবচেয়ে বড় ধাক্কা চেন্নাইয়ের কাছে। ১৪ কোটি টাকা দিয়ে দলে নেওয়া বোলারের বিকল্প খুঁজে পাওয়া নিঃসন্দেহে কঠিন। তার উপর আবার প্রথম ম্যাচে মইন আলিকেও পাওয়া যাবে না। কারণ ভিসা সমস্যার কারণে তিনি এখনও ভারতে এসেই পৌঁছাননি। স্বভাবতই শুরুর দিকে চাপেই থাকবে চেন্নাই।
সম্ভাব্য একাদশ: রুতুরাজ গায়কোয়াড়, ডেভন কনওয়ে, রবিন উত্থাপ্পা, আম্বাতি রায়ডু, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি, শিবম দুবে, ডোয়েন ব্র্যাভো, রাজবর্ধন হাঙ্গারগেকর/প্রশান্ত সোলাঙ্কি, ক্রিস জর্ডন এবং অ্যাডাম মিলনে।
For all the latest Sports News Click Here