IPL 2022 Fixtures: KKR-র বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু মরশুম, জেনে নিন CSK-র সম্পূর্ণ সূচি
২৬ মার্চ, ডিফেন্ডিং চেন্নাই সুপার কিংস এবং ফাইনালিস্ট কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ দিয়ে এ মরশুমের আইপিএল শুরু হওয়ার ঘোষণা আগেই করা হয়েছিল। এবার প্রকাশ পেল গোটা আইপিএল সূচি। এক নজরে দেখে দিন, কবে, কোথায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স সিএসকে নিজেদের ম্যাচগুলি খেলবে।
সিএসকে-র সম্পূর্ণ সুচি:-
২৬ মার্চ- সিএসকে বনাম কেকেআর, সন্ধ্যা ৭.৩০ (ওয়াংখেড়ে)
৩১ মার্চ- সিএসকে বনাম লখনউ সুপার জায়ান্টস, সন্ধ্যা ৭.৩০ (ব্রেবোর্ন স্টেডিয়াম)
৩ এপ্রিল- সিএসকে বনাম পঞ্জাব কিংস, সন্ধ্যা ৭.৩০ (ব্রেবোর্ন স্টেডিয়াম)
৯ এপ্রিল- সিএসকে বনাম সানরাইজার্স হায়দরাবাদ, দুপুর ৩.৩০ (ডিওয়াই পাতিল স্টেডিয়াম)
১২ এপ্রিল- সিএসকে বনাম আরসিবি, সন্ধ্যা ৭.৩০ (ডিওয়াই পাতিল স্টেডিয়াম)
১৭ এপ্রিল- সিএসকে বনাম গুজরাট টাইটানস, সন্ধ্যা ৭.৩০ (এমসিএ, পুণে)
২১ এপ্রিল- সিএসকে বনাম মুম্বই ইন্ডিয়ান্স, সন্ধ্যা ৭.৩০ (ডিওয়াই পাতিল স্টেডিয়াম)
২৫ এপ্রিল- সিএসকে বনাম পঞ্জাব কিংস, সন্ধ্যা ৭.৩০ (ওয়াংখেড়ে স্টেডিয়াম)
১ মে- সিএসকে বনাম সানরাইজার্স হায়দরাবাদ, সন্ধ্যা ৭.৩০ (এমিএ, পুণে)
৪ মে- সিএসকে বনাম আরসিবি, সন্ধ্যা ৭.৩০ (এমসিএ, পুণে)
৮ মে- সিএসকে বনাম দিল্লি ক্যাপিটালস, সন্ধ্যা ৭.৩০ (ডিওয়াই পাতিল স্টেডিয়াম)
১২ মে- সিএসকে বনাম মুম্বই ইন্ডিয়ান্স, সন্ধ্যা ৭.৩০ (ওয়াংখেড়ে)
১৫ মে- সিএসকে বনাম গুজরাট টাইটানস, দুপুর ৩.৩০ (ওয়াংখেড়ে)
২০ মে- সিএসকে বনাম রাজস্থান রয়্যালস, সন্ধ্যা ৭.৩০ (ব্রেবোর্ন স্টেডিয়াম)
For all the latest Sports News Click Here