IPL 2022 Final Match-এ কি পরিবর্তন করবে GT ও RR? দেখুন দুই দলের সম্ভাব্য একাদশ
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৫তম মরশুম অর্থাৎ আইপিএল শেষ হবে আজ অর্থাৎ ২৯ মেরবিবার। এদিন গুজরাট টাইটানসের মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস। এদিনের ফাইনাল ম্যাচটি আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এই ম্যাচেই ঠিক হয়ে যাবে এবারের চ্যাম্পিয়ন হবে কোন দল। এমন পরিস্থিতিতে নিজেদের সেরা একাদশকে মাঠে নামাতে চাইবে গুজরাট ও রাজস্থানের দল। এমন অবস্থায় কোনও দলে পরিবর্তনের সুযোগ আছে নাকি বা দলগুলো প্রথম একাদশে কোনও পরিবর্তন করবে কিনা, চলুন দেখে নেওয়া যাক।
২০২২ আইপিএল-এর পয়েন্ট টেবিলে এক নম্বরে ছিল গুজরাট টাইটানস এবং এবারের টুর্নামেন্টের প্রথম কোয়ালিফায়ারের বিজয়ী হয়ে হয়েছে হার্দিক পান্ডিয়াদের গুজরাট টাইটানস। মনে করা হচ্ছে ফাইনাল ম্যাচে তারা দলে খুব কমই পরিবর্তন করতে চাইবে বা বলা ভালো হয়তো দলে কোনও পরিবর্তন করতে চাইবে না। বোলিং থেকে ব্যাটিং সবকিছুই ভালো করেছে তাদের দলের সব ক্রিকেটার। তবে ওপেনিং ভালো হচ্ছে না গুজরাট দলের। কখনও ঋদ্ধিমান সাহা আবার কখনও শুভমন গিল তাড়াতাড়ি আউট হয়ে যাচ্ছেন।
দেখে নিন গুজরাট টাইটানসের সম্ভাব্য একাদশ-
শুভমন গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), ম্যাথু ওয়েড, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, আলজারি জোসেফ, আর সাই কিশোর, মহম্মদ শামি এবং যশ দয়াল
রাজস্থান রয়্যালস দল যারা টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ালিফায়ারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে আইপিএল ২০২২-এর ফাইনালে পৌঁছেছে, তারাও দলে কোনও পরিবর্তন করতে চাইবে না। রাজস্থানের জন্য সবচেয়ে বড় সমস্যা হয়েছে রিয়ান পরাগের ফর্ম।
দেখে নিন রাজস্থান রয়্যালসের সম্ভাব্য একাদশ
জোস বাটলার, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক ও অধিনায়ক), দেবদূত পাডিক্কল, শিমরন হেতমায়ার, রিয়ান পরাগ, আর অশ্বিন, ট্রেন্ট বোল্ট, প্রসিধ কৃষ্ণ, ওবেদ ম্যাককয় এবং যুজবেন্দ্র চাহাল
For all the latest Sports News Click Here