IPL 2022 Final: অভিষেকেই চ্যাম্পিয়ন, RR-কে হারিয়ে তাদেরই নজির স্পর্শ করল GT
রাজস্থান রয়্যালসকে হারিয়ে তাদেরই নজির স্পর্শ করল গুজরাট টাইটানস। উদ্বোধনী সংস্করণেই ২০০৮ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান। তার ১৪ বছর পর সেই নজিরই ছুঁয়ে ফেলল টাইটানস। অভিষেক আইপিএলে তারাও চ্যাম্পিয়ন হল।
এই মরশুমে প্রথম বার আইপিএলে অংশ নিয়েছিল টাইটানস। আর অভিষেকেই বাজিমাত। তবে রাজস্থানের চেয়ে টাইটানসের কৃতিত্ব নিঃসন্দেহে কিছুটা হলেও বেশি। টুর্নামেন্টের প্রথম বছর কোনও না কোনও টিম অভিষেকেই চ্যাম্পিয়ন হবে, এটাই স্বাভাবিক ছিল। তবে আইপিএলের ১৫তম সংস্করণে এসে অভিষেকেই যে ভাবে পুরনো ৮টি হেভিওয়েট দলের সঙ্গে লড়াই করে চ্যাম্পিয়ন হয়েছে টাইটানস, সেটা প্রশংসনীয়।
আরও পড়ুন: প্রথম বছর নেতৃত্ব দিয়েই শিরোপা জয়, ওয়ার্ন-রোহিতের নজির ছুঁলেন হার্দিক
আরও পড়ুন: নিলামের পর পণ্ডিতরা দুরছাই করেছিল, কঠিন রাস্তা সহজ করে কী ভাবে IPL চ্যাম্পিয়ন GT
রবিবার আইপিএলের মেগা ফাইনালে গুজরাট মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালসের। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে হার্দিকের দাপটে নির্দিষ্ট ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে রাজস্থান করে মাত্র ১৩০ রান। তাদের হয়ে সর্বোচ্চ রান জোস বাটলারের। ৩৫ বলে ৩৯ করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ জয়স্বী জয়সওয়ালের। তিনি ১৬ বলে ২২ করেন। বাকিরা কেউ ২০ রানের গণ্ডিই টপকাতে পারেননি। টাইটানসের হার্দিক নেন ৩ উইকেট। ২ উইকেট নিয়েছেনসাই কিশোর।
জবাবে ব্যাট করতে নেমে ১৮.১ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩৩ রান করে টাইটানস। শুভমন গিল করেন ৪৩ বলে অপরাজিত ৪৫ রান। ৩০ বলে ৩৪ করেন হার্দিক পাণ্ডিয়া। ১৯ বলে অপরাজিত ৩২ রান করেন ডেভিড মিলার। ৭ উইকেট ম্যাচ জিতে অভিষেক আইপিএলেই ইতিহাস গড়লেন হার্দিক পাণ্ডিয়ারা।
For all the latest Sports News Click Here