IPL 2022: CSK-এর ওপেনাররা পারফরম্যান্স না করলে জাড্ডুর চাপ আরও বাড়বে
প্রাক্তন ভারতীয় পুরুষ দলের প্রধান কোচ রবি শাস্ত্রী মনে করেন, চেন্নাই সুপার কিংস পরপর দু’টি ম্যাচ হারায় চাপে পড়ে গিয়েছে দলের অধিনায়ক রবীন্দ্র জাদেজা। এখন যদি সিএসকে-র ওপেনাররা ভালো পারফরম্যান্স না করে তবে জাড্ডুর চাপ আরও বাড়বে।
প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে চেন্নাইয়ের দুই ওপেনার চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন। রুতুরাজ গায়কোয়াড় ০ এবং ডেভন কনওয়ে ৩ রান করে আউট হয়ে গিয়েছিলেন। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে কনওয়েকে খেলানো হয়নি। রুতুরাজের সঙ্গে ওপেন করেছিলেন রবিন উত্থাপ্পা। উত্থাপ্পা অবশ্য ২৭ বলে ৫০ রান করেছিলেন। তবে ফের ব্যর্থ হয়েছিলেন রুতুরাজ। ১ রান করে সাজঘরে ফিরেছিলেন তিনি। প্রসঙ্গত, পরপর দুই ম্যাচে ব্যর্থ রুতুরাজ গত বছর আইপিএলের অরেঞ্জ ক্যাপ জয়ী।
রবি শাস্ত্রী মনে করেন, প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সংস্পর্শে থাকার পরেও ওপেনারদের ব্যর্থতার জন্য হারছে চেন্নাই। ইএসপিএন ক্রিকইনফোতে দেওয়া একটি সাক্ষাৎকারে রবি শাস্ত্রী বলেছেন, ‘দুই ওপেনার যখন পারফর্ম করছেন না তখন এটা চিন্তার কারণ। একজন ওপেনারের জন্য যত তাড়াতাড়ি সম্ভব ফর্মে স্ট্রাইক করা খুবই গুরুত্বপূর্ণ কারণ তারা দুটি ম্যাচ হেরেছে। সেখানে একজন নতুন অধিনায়ক রয়েছেন, এবং তিনি চাপের মধ্যে রয়েছেন। হ্যাঁ, ধোনি ফর্মে আছেন কিন্তু এই ওপেনারদের মধ্যে একজন যদি গোল না করেন তাহলে এই টুর্নামেন্টে সিএসকে কঠিন হয়ে পড়বে।’
আইপিএল-এর ইতিহাসে এই প্রথম বার সিএসকে প্রথম দু’টি ম্যাচে হেরে বসে রয়েছে। তারা কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) এবং লখনউ সুপার জায়ান্টস (এলএসজি) দুই দলের কাছেই আবার ৬ উইকেটে হেরেছে। আজ রবিবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া তারা।
For all the latest Sports News Click Here