IPL 2022 Auction: ‘হোম সাইড’ CSK-র হয়েই খেলতে চান KKR-এর প্রাক্তন অধিনায়ক
শুভব্রত মুখার্জি: ১২ এবং ১৩ ই ফেব্রুয়ারি দু’দিন ধরে বেঙ্গালুরুর মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে আইপিএলের মেগা নিলাম আসর। এবারের নিলামে অংশ নেবে মোট ১০ টি ফ্রাঞ্চাইজি। নতুন ফ্রাঞ্চাইজি হিসেবে নিলামে যোগ দেবে লখনউ এবং আমদাবাদের দুই ফ্রাঞ্চাইজি। ফলে দল পাওয়ার বিষয়ে এবারে ক্রিকেটাদের সামনে অনেক বেশি সুযোগ থাকবে । এমন আবহে দাঁড়িয়ে উইকেটরক্ষক ব্যাটার দীনেশ কার্তিক আশা করছেন তার ‘হোম সাইড’চেন্নাইয়ের হয়েই আসন্ন আইপিএলে খেলতে পারবেন তিনি।
প্রসঙ্গত তামিলনাড়ুর হয়ে রঞ্জি ট্রফিতে খেলেন কার্তিক। ছোট থেকেই চেন্নাই শহরেই বেড়ে উঠেছেন। ফলে আসন্ন আইপিএলে নিজের ‘হোম সাইড’ চেন্নাইয়ের হয়েই খেলার ইচ্ছা প্রকাশ করলেন কার্তিক। এখন পর্যন্ত আইপিএলে তিনি মোট ছটি ফ্রাঞ্চাইজির প্রতিনিধিত্ব করেছেন। শেষ মরশুমে কলকাতা নাইট রাইডার্স দলের হয়ে খেললেও তার পারফরম্যান্স বলার মতন একেবারেই ছিল না।
আসন্ন নিলাম সম্বন্ধে বলতে গিয়ে কার্তিক বলেন, ‘আমার পক্ষে যা করা সম্ভব আমি অবশ্যই করব। নিজের জন্য শুধু নয় ফ্রাঞ্চাইজির জন্যেও যেটা ভালো সেটা করার চেষ্টা করব। দেখুন এটা ভালোই হয় যদি আমি চেন্নাইয়ের হয়ে খেলার সুযোগ পাই। আমি চেন্নাইয়ের মানুষ। তবে দিনের শেষে যে ফ্রাঞ্চাইজি আমাকে নিক না কেন তাদের হয়ে সেরাটা দেওয়ার চেষ্টা করব। আমি টুর্নামেন্টে ভালো খেলার জন্য নিজেকে প্রস্তুত করছি। বিজয় হাজারের পরেও আমি নিজের সাথে নিজে বসে সবকিছু বিশ্লেষণ করেছি। শট খেলার ক্ষেত্রে কোথায় কোথায় আমাকে উন্নতি করতে হবে সেই সবগুলো মাথায় রেখেছি। স্পিনারের বিরুদ্ধে যে আমাকে অফ স্ট্যাম্পের বাইরে বল করছে তাকে কীভাবে খেলব সেই বিষয়টা নিয়ে আমি কাজ করেছি।’
For all the latest Sports News Click Here