IPL 2022 Auction: ‘কলকাতাকে ধন্যবাদ জানাতে চাই;’ নাইট স্মৃতিকে ভিডিয়ো করে কুলদীপের দিল্লি যাত্রা
নতুন দল পেলেন কুলদীপ যাদব। আইপিএল ২০২২ মেগা নিলামে যে নামগুলোর দিকে সবার চোখ ছিল তাদের মধ্যে একজন ছিলেন কলকাতা নাইট রাউইডার্সের কুলদীপ যাদব। কিছুদিন ধরে টিম ইন্ডিয়াতে খুব একটা সুযোগ পাননি এই চায়নাম্যান বোলার। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে শেষ ম্যাচে সুযোগ পেয়ে দুই উইকেট নেন এই খেলোয়াড়। নিলামে দিল্লি ক্যাপিটালসের ফ্র্যাঞ্চাইজি, পঞ্জাব কিংসকে কুলদীপের জন্য লড়তে দেখা যায়। শেষ পর্যন্ত কুলদীপকে জেতে দিল্লি। এই স্পিনারকে দুই কোটি টাকায় নিয়ে নেয় দিল্লি ক্যাপিটলস।
দিল্লিতে যাওয়ার পরে কলকাতা নাইট রাইডার্সকে ধন্যবাদ জানিয়েছেন কুলদীপ যাদব। এর আগে কুলদীপ কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছিলেন। তিনি নাইটদের হয়ে দারুণ সফলও ছিলেন। তবে কুলদীপের প্রাক্তন ফ্র্যাঞ্চাইজি তাকে ধরে রাখার জন্য কোনও চেষ্টাই করেনি। এক কোটি বেস প্রাইস নিয়ে নিলামে নামেন কুলদীপ। আইপিএল ক্যারিয়ারে এখন পর্যন্ত কুলদীপ মোট ৪৫টি ম্যাচ খেলে চল্লিশটি উইকেট নিয়েছেন।
কুলদীপ দিল্লিতে যাওয়ার পরে একটি ভিডিয়ো পোস্ট করেছেন। যেখানে নাইটদের সঙ্গে তার আইপিএল যাত্রার কিছু স্মৃতিকে কোলাজ করে তুলে ধরেছেন কুলদীপ। সেই ভিডিয়োর সঙ্গে একটি বার্তায় কুলদীপ লেখেন, ‘একটি বিশেষ যাত্রা শেষ হওয়ার সাথে সাথে, ২০১৪ সালে যখন আমি এই ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিয়েছিলাম তখন তারা আমার প্রতি যে বিশ্বাস দেখিয়েছিল তার জন্য আমি কলকাতা নাইট রাইডার্সকে ধন্যবাদ জানাতে চাই। আমি সব কোচ, সিনিয়র এবং সতীর্থদের কাছ থেকে অনেক কিছু শিখেছি। দলের মালিক এবং ব্যবস্থাপনা, শাহরুখ খান স্যার, জে স্যার, জুহি চাওলা ম্যাম, এবং বেঙ্কি স্যার অনেক যত্ন নিয়েছিলেন এবং নিশ্চিত করেছিলেন যে আমি সবসময় বাড়ির মতো অনুভব করি।’
কুলদীপ আরও লেখেন, ‘সেখানকার শেখা সবকিছুই আমার ক্যারিয়ারে এগিয়ে যেতে সাহায্য করবে। যখন আমি একটি নতুন যাত্রা শুরু করি, তখন সমস্ত স্মৃতির জন্য ফ্র্যাঞ্চাইজির প্রতি কৃতজ্ঞতা ছাড়া আর কিছুই নেই।’
For all the latest Sports News Click Here