IPL 2022: লাগাতার তিনটি হারের পরেও নিজেকে ভাগ্যবান বললেন রবীন্দ্র জাদেজা!
এমএস ধোনি আইপিএল ২০২২ শুরু হওয়ার মাত্র দু’দিন আগে তার সিদ্ধান্ত জনসমক্ষে জানিয়েছিলেন। টুর্নামেন্ট শুরু হওয়ার দু’দিন আগেই ধোনির জায়গায় CSK-এর নেতা হয়েছিলেন জাদেজা। কিন্তু তারপর টুর্নামেন্ট শুরু হওয়ার পর খারাপ সময়ের সম্মুখীন হয়েছেন জাদেজা। চলতি মরশুমে চেন্নাই সুপার কিংস ব্যাক টু ব্যাক তিনটি ম্যাচ হেরে আইপিএল ইতিহাসে তাদের সবচেয়ে খারাপ সূচনা করেছে। অধিনায়ক হিসাবে জাদেজার কার্যকালও খুব একটা ভালো শুরু হয়নি। রবিবার জাদেজার চেন্নাই সুপার কিংস বনাম পঞ্জাব কিংসের ম্যাচে কাছে ৫৪ রানে হেরেছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হতাশাজনক ব্যাটিং পারফরম্যান্সের মুখোমুখি হতে হয়েছে। এমন অবস্থায় অনেকেই বলছেন তাহলে কি এ বার নেতৃত্ব নেওয়ার চাপটা বুঝতে পারছেন চেন্নাই সুপার কিংসের নতুন অধিনায়ক রবীন্দ্র জাদেজা!
গতকালের ম্যাচেও শূন্য রানে আউট হন রবীন্দ্র জাদেজা। তাঁকে প্রশ্ন করা হয় যে তিনি কি অধিনায়ক হিসেবে স্বাচ্ছন্দ্যবোধ করছেন? রবীন্দ্র জাদেজা বললেন,‘হ্যাঁ, আমি প্রস্তুতি নিচ্ছিলাম। কয়েক মাস আগে ধোনি আমাকে বলেছিলেন। আমি সেই জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। মানসিকভাবে আমি নেতৃত্ব দিতে প্রস্তুত ছিলাম। আমার ওপর কোনও চাপ নেই।’এ দিকে জাদেজা বলেছেন যে এমএস ধোনির দিকনির্দেশনা এবং ইনপুট পেয়ে নিজেকে ভাগ্যবান বলে মনে করেন। শিবম দুবের একটি ব্যয়বহুল ১৯তম ওভারের পরে লখনউ-এর কাছে হারতে হয়েছিল চেন্নাইকে। ২১০ রানও রক্ষা করতে পারেনি জাদেজার দল। এমন অবস্থায় জাদেজার অধিনায়কত্ব প্রশ্নবিদ্ধ হয়েছে। সেই সময় জাদেজা বৃত্তের ভিতরে ছিলেন না কিন্তু ডিপ মিড-উইকেটে ফিল্ডিং করছিলেন। সাধারণত সেই সময়ে বোলারের সঙ্গে অধিনায়ক থাকা উচিত।
জাদেজা এই প্রসঙ্গে বলেন,‘ম্যাচটি হাই স্কোরিং খেলা ছিল,তাই আমার ডিপ মিড-উইকেটে ফিল্ডিং করা দরকার ছিল। প্রচুর ক্যাচ আসার সম্ভাবনা ছিল। ভালো ফিল্ডারের দরকার ছিল। এটা আমাদের চিন্তার প্রক্রিয়া ছিল এবং সেই কারণেই আমি বোলারকে ইনপুট দিতে পারিনি। কিন্তু আমরা ভাগ্যবান যে আমরা এমএস ধোনির অভিজ্ঞতা এবং নির্দেশনা পেয়েছি। আমরা তাঁর ইনপুট পেয়েছি। তাঁর পরামর্শের জন্য আমাদের বেশিদূর তাকাতে হবে না। তিনি একজন মহান খেলোয়াড়। তাঁর ওপর আস্থা রাখার অভিজ্ঞতা আমাদের আছে।’
For all the latest Sports News Click Here