IPL 2022: যুজির পর বুমরাহও নিলেন ৫ উইকেট, ভারতীয় বোলাররাই KKR ব্যাটারদের যম
ভারতীয় বোলাররাই বড় ভীতির কারণ হয়ে উঠেছেন কলকাতা নাইট রাইডার্সের ব্যাটারদের ক্ষেত্রে। রাজস্থান রয়্যালসের যুজবেন্দ্র চাহাল ৫ উইকেট নিয়ে বেকায়দায় ফেলেছিলেন কেকেআর-কে। আর সোমবার মুম্বই ইন্ডিয়ান্সের জয়প্রীত বুমরাহও নিলেন ৫ উইকেট। তাতে কেকেআর-এর ব্যাটাররা সমস্যায় পড়েছিল বটে। তবে নাইট বোলারদের সঙ্গে এঁটে উঠতে পারেনি মুম্বইয়ের ব্যাটসম্যানরা। যার জেরে ৫২ রানে তাদের ম্যাচ হারতে হয়।
সোমবার কেকেআরের বিরুদ্ধে ৪ ওভারে মাত্র ১০ রান দিয়ে ৫ উইকেট নেন বুমরাহ। নিজের তৃতীয় ওভারে তো এক রানও দেননি। তিন উইকেট নেন। চতুর্থ ওভার তথা কেকেআর ইনিংসের ২০ তম ওভারে আবার মাত্র এক রান দেন। বুমরাহর কারণেই ধস নামে কেকেআরের ইনিংসে।
টুর্নামেন্টের প্রথম ১০ ম্যাচে সাকুল্যে ৩৮.২ ওভার বল করেছিলেন বুমরাহ। ২৪৪ রানে মাত্র ৫ উইকেট নিয়েছিলেন। কেকেআরের বিরুদ্ধে আবার ৪ ওভার বল করে মাত্র ১০ রান দিয়ে তুলে নেন ৫ উইকেট।
আরও পড়ুন: উইকেট পাচ্ছিলাম না কিন্তু ভালো ছন্দে ছিলাম, দাবি ম্যাচের সেরা বুমরাহর
সোমবার ১৫তম ওভারে আন্দ্রে রাসেলকে আউট করেন বুমরাহ। তার পরেই কেকেআরের ইনিংসে ধস নামে। সেই ওভারেই আউট হয়ে যান নীতিশ রানাও। এর পর ১৮তম ওভারে বুমরাহ বল করতে এলে, সেই ওভারে শেলডন জ্যাকসন, প্যাট কামিন্স, সুনীল নারিন এবং টিম সাউদিকে প্যাভিলিয়নে ফেরান তিনি।
কামিন্স, নারিন এবং সাউদি মোট সাত বল খেলেন। এক রানও করতে পারেননি। তাও রিঙ্কু সিংয়ের ১৯ বলে অপরাজিত ২৩ রানের সৌজন্যে কিছুটা মুখ বেঁচেছে কেকেআরের। রাসেল আউট হওয়ার পর কেকেআর যে ২৮ রান তুলেছে। এর মধ্যে ২৩ রানই এসেছে রিঙ্কুর ব্যাট থেকে। বাকি পাঁচ রান করেছেন শেলডন। কেকেআর প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৬৫ করে। জবাবে ১৭.৩ ওভারে ১১৩ রানে অল আউট হয়ে যায় মুম্বই।
For all the latest Sports News Click Here