IPL 2022: ম্যাচের প্রথম বলেই কেএল-কে ফিরিয়েছেন, আগেও এই নজির রয়েছে শুধু শামিরই
সোমবার লখনউ অধিনায়ক কেএল রাহুলকে ম্যাচের প্রথম বলেই আউট করেছেন মহম্মদ শামি। তবে এমনটা এই প্রথম নয়, আগেও এটা ঘটিয়েছেন শামি। পুনে ওয়ারিয়র্সের বিরুদ্ধে গ্রেম স্মিথকে ম্যাচের প্রথম বলে আউট করেছিলেন ভারতের তারকা পেসার। আইপিএলে এই নজির শামি ছাড়া আর কারও নেই।
এ দিন টসে জিতে লখনউ সুপার জায়ান্টসকে ব্যাট করতে পাঠিয়েছিলেন গুজরাট টাইটানসের হার্দিক পাণ্ডিয়া। শুরুতেই ব্যাট করতে নেমে বড় ধাক্কা খান লখনউ অধিনায়ক। ম্যাচের প্রথম বলেই শূন্য করে আউট হন কেএল রাহুল। তাঁকে ফেরান শামি।
মহম্মদ শামি এ দিন শুরু থেকেই একেবারে আগুনে মেজাজে ধরা দিয়েছেন। ৫ ওভারের মধ্যে এ দিন গুজরাটের ৪ উইকেট পড়ে যায়। তার মধ্যে মহম্মদ শামি একাই নেন ৩ উইকেট। বাকি ১টি উইকেট নিয়েছেন বরুণ অ্যারন। রাহুল ছাড়াও কুইন্ট ডি’কক-কে (৯ বলে ৭ রান) বোল্ড করেন শামি। এর পর শামির বলেই ৫ বলে ৬ করে বোল্ড হন মণীশ পাণ্ডেও। এভিন লুইস ৯ বলে ১০ রান করে বরুণ অ্যারনের বলে শুভমন গিলের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। পাওয়ার প্লে-তেই ৪ উইকেট হারিয়ে শুরুতে চাপে পড়ে যায় লখনউ।
সেই কঠিন পরিস্থিতিতে লখনউ জায়ান্টসের হাল ধরেন দীপক হুডা এবং আয়ুশ বাদোনি। আয়ুশের এই ম্যাচেই অভিষেক হয়। এই জুটি পঞ্চম উইকেটে ৭ রান যোগ করেন। দীপক হুডা ৪১ বলে ৫৫ করে আউট হন। তাঁকে ফেরান রশিদ খান। বাদোনিকে ফেরান বরুণ অ্যারন। তিনি আবার ৪১ বলে ৫৪ করেছেন। সাত নম্বরে ব্যাট করতে নেমে ক্রুনাল পাণ্ডিয়া করেন ১৩ বলে ২১ রান। লখনউ সুপারজায়েন্টস শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৫৮ রান করে।
For all the latest Sports News Click Here