IPL 2022: মুম্বই ইন্ডিয়ান্সে বুমরাহর সঙ্গে জুটি বাঁধতে মুখিয়ে টাইমাল মিলস
শুভব্রত মুখার্জি: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন মরশুমে মুম্বই ইন্ডিয়ান্স দলে জায়গা করে নিয়েছেন ইংল্যান্ডের বাঁ-হাতি পেসার টাইমাল মিলস। ফেব্রুয়ারি মাসের ১২ এবং ১৩ তারিখ বেঙ্গালুরুতে দু’দিন ধরে যে নিলাম অনুষ্ঠিত হয়, সেই নিলামেই মিলসকে দলে নিয়েছে মুম্বই। নিলাম থেকে ১.৫ কোটি টাকায় তাঁকে কেনে রোহিত শর্মার টিম। আর এখন মিলস বিশ্বের অন্যতম সেরা পেসার জসপ্রীত বুমরাহর সঙ্গে জুটি বেঁধে বল করতে মরিয়া হয়ে রয়েছেন। মুম্বই ইন্ডিয়ান্স একটি ভিডিয়ো পোস্ট করেছে, সেখানে এ কথা নিজেই জানিয়েছেন মিলস।
২৯ বছর বয়সী এই পেসার ইতিমধ্যে ভারতে পৌঁছে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে যোগ দিয়েছেন। মুম্বইয়ে তিনি আপাতত কোয়ারেন্টাইনে রয়েছেন। বাঁ-হাতি এই পেসার জসপ্রীত বুমরাহর সঙ্গে জুটি বেঁধে বিপক্ষের ব্যাটারদের ঘুম ওড়াতে মুখিয়ে। এই প্রসঙ্গে মিলস জানিয়েছেন, ‘আমি আমার নতুন সতীর্থদের সঙ্গে যোগ দিতে মুখিয়ে রয়েছি । অবশ্যই মুম্বই একটি দারুণ ফ্র্যাঞ্চাইজি। বুমরাহর সঙ্গে বিশ্বকাপে অল্প কিছু সময় কাটানোর সুযোগ পেয়েছিলাম। ওর সঙ্গে খেলতে মুখিয়ে রয়েছি ।’
প্রসঙ্গত মিলস ইংল্যান্ডের হয়ে ১২টি টি-২০ ম্যাচে ১১টি উইকেট নিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে খুব বেশি ম্যাচ না খেললেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তিনি যথেষ্ট অভিজ্ঞ। মিলস জানিয়েছেন, ওয়াংখেড়েতে তাঁর খেলার কোন অভিজ্ঞতা নেই। তাঁর মতে, ‘আমি এর আগে ওয়াংখেড়েতে খেলিনি। ২০১৭ সালের পর এটাই প্রথম আইপিএল আমার। এখানে আসার জন্য আমাকে অনেক অপেক্ষা করতে হয়েছে। আমি প্রথম একাদশে সুযোগ পেতে মুখিয়ে রয়েছি।’
For all the latest Sports News Click Here