IPL 2022: বারবার চোটের কবলে রাহুল, সুন্দর, লখনউয়ের জন্যে উদ্বেগ প্রকাশ আকাশ চোপড়ার
গতকালই (১৯ ফেব্রুয়ারি) বিসিসিআইয়ের তরফে শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন সিরিজের জন্য ভারতীয় টেস্ট এবং টি-টোয়েন্টি দলের ঘোষণা করা হয়েছে। দুই ফর্ম্যাটের কোনো দলেই জায়গা পাননি লোকেশ রাহুল এবং ওয়াশিংটন সুন্দর। দুই তারকায় হ্যামস্ট্রিংয়ের চোটে কাবু। ঘনঘন রাহুল এবং সুন্দরের এই চোট সমস্যা, তাঁদের আইপিএল ফ্রাঞ্চাইজি লখনউ সুপার জায়ান্টসকেও বেশ চাপে ফেলবে বলে মনে করছেন আকাশ চোপড়া।
সাম্প্রতিক সময়ে রাহুল ও সুন্দর, দুইজনেই বারংবার ফিটনেসজনিত সমস্যায় ভুগেছেন। গত বছর ভারতীয় দলের হয়ে প্রচুর ক্রিকেট খেলার পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চোটের কারণে ওয়ান ডে সিরিজে মাত্র এক ম্যাচ খেলেছিলেন রাহুল। চোটের কারণে টি-টোয়েন্টি সিরিজ থেকে বাদ পড়েন তিনি। শ্রীলঙ্কা সিরিজের আগেও ফিট হতে পারলেন না তিনি। নিজের ইউটিউব চ্যানেলে এই প্রসঙ্গে আকাশ চোপড়া জানান, ‘কেএল এবং ওয়াশিংটন সুন্দর গোটা শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে গিয়েছে। এই নিয়ে প্রশ্ন উঠা তো স্বাভাবিক। কেএলের ফিটনেস নিয়ে নিশ্চিত সমস্যা রয়েছে, যা লখনউয়ের (সুপার জায়ান্ট) ঘাম ঝড়াতে বাধ্য।’
অপরদিকে, ওয়াশিংটন সুন্দরের ভাগ্য একেবারে সঙ্গ দিচ্ছে না। ভাঙা আঙুল, করোনা, হ্যামস্ট্রিং, একের পর এক নানা কারণে তাঁকে মাঠের বাইরে সময় কাটাতে হচ্ছে। আকাশ সেই দিকে ইশারা করে বলেন, ‘ওয়াশিংটন সুন্দর অনেকদিন ধরে চোট আঘাতে পড়ছে। একজন অফস্পিনারের এত চোট? ওর করোনা হয়েছিল, তারপর চোট পায় এবং আবার চোট পেয়েছে। গত আট মাসে তো ও খেলতেই পারেনি। বিশ্বকাপের আগে চোট লাগার পর থেকে তো এক দুই ম্যাচেই ওকে খেলতে দেখা গিয়েছে। এখনও আবার দীর্ঘদিনের জন্য চোট লাগিয়ে মাঠের বাইরে।’ লখনউ চাইবে এই চোট-আঘাতের পর্ব যেন আইপিএলের আগেই শেষ হয়। তবে তা হবে কি? সময়ই এর উত্তর দেবে।
For all the latest Sports News Click Here