IPL 2022: ‘বাউন্স ব্যাক করতে আমরা অভ্যস্ত’, দাবি RR অধিনায়কের
শুভব্রত মুখার্জি
২০০৮ সালে প্রথম বার আইপিএল শুরুর বছরেই চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান রয়্যালস। সদ্য প্রয়াত কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্নের নেতৃত্বে সে বার চ্যাম্পিয়ন হয়েছিল পিঙ্ক সিটির টিম। এ বার ফের ১৪ বছর পরে আইপিএলের ফাইনালে উঠেছে রাজস্থান। কোয়ালিফায়ার-ওয়ানে গুজরাট টাইটানসের কাছে হারের পরে এলিমেনটরে আরসিবিকে হারিয়ে তারা ফাইনালে পৌঁছেছে। ফাইনালে প্রবেশ করার পর রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন জানিয়েছেন, তাঁর দল আইপিএলে কামব্যাকের ক্ষেত্রে অভ্যস্ত হয়ে গেছে।
ম্যাচ শেষে সঞ্জু স্যামসনের উপলব্ধি, ‘আজকের ম্যাচ নিঃসন্দেহে কঠিন ছিল।তবে আইপিএলে কী ভাবে কঠিন পরিস্থিতিতে বাউন্স ব্যাক করতে হয়, তা আমরা জানি। আইপিএল একটা লম্বা টুর্নামেন্ট। যেখানে কোনও সময়ে আপনি উপরে উঠবেন, কোনও সময়ে নীচে নামবেন। প্রথমে বল করার সময় উইকেট বোলারদের সাহায্য করছিল। উইকেটে বল থমকে থমকে আসছিল। বাউন্স বেশ ভাল ছিল উইকেটে। সেই কারণে স্পিনারদের মারাটা সহজ হচ্ছিল।’
আরও পড়ুন: দল হারতেই পাল্টি খেল খুদে ভক্ত, RCB-র জার্সি ছেড়ে পড়ল বোল্টের দেওয়া RR জার্সি
আরও পড়ুন: হারের পরেও ওয়ার্নের জন্য মন ভালো করা টুইট RCB-র, ছুঁল সকলের হৃদয়
তিনি আর ও যোগ করেন, ‘আমাদের পেসাররা দারুণ বল করেছে। আমাদের শেষটা ভাল করতে হতো। কারণ ডিকে আর ম্যাক্সওয়েল ছিল ওদের। সত্যি বলতে টসটা আমাদের কাজটা অনেক সহজ করে দিয়েছে। ম্যাচে টস একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। দ্বিতীয় ইনিংসে পিচ সম্পূরণ চরিত্র বদলে ফেলে। সৌভাগ্য, আমাদের কাছে জোস ( বাটলার) রয়েছে। আর একটা ম্যাচ (ফাইনাল) বাকি রয়েছে। আমি কেরালাতে সেই সময়ে অনুর্ধ্ব-১৬ দলের হয়ে একটি ফাইনাল খেলছিলাম, যখন দেখেছিলাম, শেন ওয়ার্ন এবং সোহেল তনভীর রাজস্থান রয়্যালসের হয়ে ২০০৮ সালে ট্রফি জিতেছিল।’
For all the latest Sports News Click Here