IPL 2022: প্লে অফ ম্যাচ পাওয়ার আশায় ক্রিকেটের নন্দন কানন ইডেন গার্ডেন
শুভব্রত মুখার্জি: করোনা আবহে পরপর দু’বছর দেশের বাইরে হওয়ার পরে চলতি মরশুমের আইপিএল আয়োজন করা হচ্ছে ভারতের মাটিতে। মুম্বইয়ের চারটি ভেন্যুতে ৫৫ টি এবং পুনেতে ১৫ টি ম্যাচ যে খেলা হবে তা বিসিসিআইয়ের তরফে আগেই জানানো হয়েছিল। তবে প্লে অফের ম্যাচগুলো কোথায় হবে তা নিয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে বিসিসিআইয়ের তরফে। এতদিন পর্যন্ত বিশেষজ্ঞদের ধারনা ছিল প্লে অফের সবকটি ম্যাচ পেতে চলেছে হয়ত আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম। তবে আইপিএলের বল গড়াতেই এবার প্লে অফ ম্যাচ আয়োজনের লড়াইতে কার্যত হৈ হৈ করে এন্ট্রি নিয়ে ফেলল ক্রিকেটের নন্দন কানন ইডেন গার্ডেন। সব কিছু ঠিকঠাক চললে প্লে অফের ম্যাচ যে ইডেন পাচ্ছে তা বলাই বাহুল্য।
বিসিসিআই সূত্রের যা খবর তাতে করে দুটি প্লে অফের ম্যাচ পেতে চলেছে কলকাতা। করোনা আবহে জৈব বলয়ের নিরাপত্তা আঁটোসাঁটো করতেই এই বছরের আইপিএলের গোটা গ্রুপ পর্ব মহারাষ্ট্রেই করার সিদ্ধান্ত নিয়েছিল বিসিসিআই। করোনা আবহে দেশের বিভিন্ন প্রান্তে খেলা হলে ক্রিকেটারদের যাতায়াতের পরিমাণ বৃদ্ধি পেত। ফলে জৈব বলয়ের নিরাপত্তা ভাঙার সম্ভাবনা ছিল। ফলে এক রাজ্যেই গ্রুপ পর্বের সব ম্যাচ করার সিদ্ধান্ত নিয়েছিল বিসিসিআই। বর্তমানে দেশ জুড়ে আপাতত নিয়ন্ত্রণে রয়েছে করোনা। ফলে প্লে অফের ম্যাচ নিয়ে ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে বিসিসিআই।
২০২২ সালে আইপিএলের প্লে-অফের আয়োজন হতে চলেছে দুটি শহরে। বোর্ড সূত্রে যা খবর তাতে করে একটি কোয়ালিফায়ার ম্যাচ পাচ্ছে ইডেন এবং সঙ্গে পাচ্ছে একটি এলিমিনেটর। ফাইনাল এবং অপর কোয়ালিফায়ার হবে আমদাবাদে। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি তবুও ‘অঘটন’ না ঘটলে এই সিদ্ধান্তেই সিলমোহর পড়তে চলা শুধু সময়ের অপেক্ষা।
For all the latest Sports News Click Here